TRENDING:

Viral Video : রীতিমতো স্ক্রোল করছে! স্মার্টফোনে নেশায় বুঁদ একদল বাঁদর! নিমেষে ভাইরাল ভিডিও

Last Updated:

Viral Video : একদল বাঁদর মগ্ন মোবাইলে ৷ যেন তারা মুঠোফোনে কত অভ্যস্ত ৷ যেন ব্যবহার করে রোজ!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মানুষের পাশাপাশি এ বার প্রযুক্তির বশ শাখামৃগরাও? সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিও সেরকমই সাক্ষ্য দিচ্ছে৷ সেই ভিডিওতে দেখা যাচ্ছে একদল বাঁদর মগ্ন মোবাইলে ৷ যেন তারা মুঠোফোনে কত অভ্যস্ত ৷ যেন ব্যবহার করে রোজ!
Viral Video
Viral Video
advertisement

ট্যুইটারে শেয়ার করা ওই ভিডিওয় দেখা যাচ্ছে স্মার্টফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে মগ্ন বাঁদরের দল ৷ শুধু তাই নয়৷ তারা রীতিমতো স্ক্রোল করে যাচ্ছে৷ আদতে এটি পুরনো ভিডিও৷ শেয়ার করা হয়েছিল গত বছর ৷ আবার নতুন করে সেটি ফিরে এসেছে৷ ভিডিও ক্লিপটি দেখা হয়েছে ১ লক্ষ ৭৭ হাজার বারের বেশি৷ লাইক এসেছে ৪ হাজারের বেশি৷

advertisement

ভিডিওর প্রথমে দেখা যাচ্ছে একটি পুরুরষহাত বাঁদরগুলির সামনে স্মার্টফোনটি ধরে আছে৷ দু’টি বাঁদর একমনে তাকিয়ে আছে স্ক্রিনের দিকে ৷ তাদের আর এক সঙ্গী স্ক্রোল করছে স্ক্রিন ৷ কিছু ক্ষণ পর ওই দু’টি বাঁদরের মধ্যে এক জন স্মার্টফোনটি নিয়ে স্ক্রোল করতে শুরু করে ৷ একটি ছোট বাঁদরকে দেখা যাচ্ছে সে বড় বাঁদরটির মনোযোগ আকর্ষণের চেষ্টা করে চলেছে৷ কিন্তু ভবী ভোলবার নয়৷

advertisement

আরও পড়ুন : নাম ‘বেগুন’ হলেও গুণের আধার! কেন বেশি করে বেগুন খাবেন? জানুন

আরও পড়ুন : ১১৯ কোটির বাড়ি, ৩ কোটির ল্যাম্বরগিনি, ২ কোটির ঘড়ি থেকে আংটি, দীপিকা-রণবীরের জীবন যেন বিলাসসাগর

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে থমকে দাঁড়াচ্ছেন পর্যটকরা! আচমকা আবার হলটা কী? কাতারে কাতারে মানুষ ছুটছে
আরও দেখুন

ভিডিওটির ক্যাপশন দেওয়া হয়েছে ‘ক্রেজ অব সোশ্যাল মিডিয়া’৷ ভাইরাল ভিডিওটি ঝড় তুলেছে সমাদ মাধ্যমে৷ তবে ভিডিও ঘিরে নেটিজেনরা ৷ এক দলের কাছে ভিডিওটি খুবই ‘মিষ্টি’৷ অন্য দল মনে করছে মানুষেমর মতো পশুরাও স্মার্টফোনে আসক্ত হয়ে পড়লে বেজায় মুশকিল৷

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video : রীতিমতো স্ক্রোল করছে! স্মার্টফোনে নেশায় বুঁদ একদল বাঁদর! নিমেষে ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল