নানা ভাষা, নানা মত, নানা পরিধানের দেশ ভারতবর্ষ ৷ অথচ, সরকারি বা প্রশাসনিক বেশির ভাগ কাজের ক্ষেত্রেই ব্যবহার করা হয় শুধু হিন্দি অথবা ইংরেজি। বিমান পরিষেবার ক্ষেত্রেও বেছে নেওয়া হয় এই দু’টি ভাষাই। কিন্তু সে পথের মোড় ঘুরিয়ে দিলেন IndiGo-র ক্যাপ্টেন রাজদীপ সিং। বিমান উড়ান শুরুর ঘোষণা দেওয়ার স্বাভাবিক নিয়মের বিপরীতে যেন এক নতুন ট্রেন্ড তৈরি করলেন তিনি। বেঙ্গালুরু (Bengaluru) থেকে চণ্ডীগড়ের (Chandigarh) দিকে যাওয়া বিমানের পাইলট হঠাৎই মাইক্রোফোনে পঞ্জাবি এবং ইংরেজির মিশ্রণে কথা বলতে শুরু করেন। প্রথমে খানিকটা চমকেই যান যাত্রীরা।
advertisement
একেবারে শুরুতে অবশ্য পাইলটের কণ্ঠে ইংরেজিই শোনা যায়। এর পরেই তিনি ভাষা পঞ্জাবিতে বদলে ফেলেন। তিনি যাত্রীদের বলেন, জয়পুর শীঘ্রই বাঁ দিকে এবং ভোপাল ডানদিকের যাত্রীদের কাছে পরিদৃশ্যমান হবে। কিন্তু যাঁরা মাঝের আসনে (Aisle Seat) আছেন, তাঁরা কেবল বাম বা ডান দিকে তাকাতে পারেন। বিমান চালকের গলার এমন সরস বাক্য শুনে যখন অবাক যাত্রীরা, ঠিক তখনই ফের রাজদীপ বলে ওঠেন, ‘এ থেকে আমরা কী শিখলাম? যখনই বিমানের টিকিট কাটবেন জানালার আসন বাছবেন।’
আরও পড়ুন : উদ্বোধন আজই, আলোক সজ্জিত ‘অটল সেতু’-র ছবি ট্যুইট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
এই মুহূর্তটি কোনও যাত্রী তাঁর মোবাইলে রেকর্ড করেছিলেন। পরে তা ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়। ক্যাপশনে লেখা হয়, ‘বেঙ্গালুরু-চণ্ডীগড় বিমানে যাত্রীদের জন্য ক্যাপ্টেনের পঞ্জাবি-ইংরিজিত মিশ্রিত টিপস’। ফ্লাইট ঘোষণার ভিডিওটি প্রথম অনলাইনে পোস্ট করার পর থেকে ৫০ হাজারেরও বেশি মানুষ তা দেখেছেন। অনেকেই এটি লাইক করেছেন ৷
একজন লিখেছেন, ‘খুব সুন্দর সম্বোধন এবং পরিচালনা করা হয়েছে। আমি চাই আমরা ভারতের সমস্ত উড়ানে এ রকমই যেন দেখতে পাই।’ অন্য একজন বলেছেন, ‘পঞ্জাবি ভাষায় উষ্ণতার ছোঁয়া।’