ভিডিওতে দেখা যাচ্ছে, দুই কিশোর ওই বৃদ্ধকে সাহায্যের জন্য এগিয়ে আসে। কিন্তু অজগরটিকে ছাড়ানোর কোনও ব্যবস্থাই করতে পারেনি তারা। শেষে একটা সময় দেখা যায় ওই বৃদ্ধ নীচে পড়ে যান। সেই সময়ে আশেপাশে অনেকে চিৎকার শুরু করেন। কিন্তু কিছুতেই ওই সাপটির কবল থেকে বৃদ্ধকে রক্ষা করতে পারেননি। গোটা ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। o_my_god_1.4.3 নামে একটি ইনস্টাগ্রাম পেজ থেকে এই ভিডিওটি আপলোড করা হয়। তার পরে সেই ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে যায়।
advertisement
ভিডিওটি দেখে অনেকেই ঘাবড়ে গিয়েছেন। কারণ, ওই বৃদ্ধের পরবর্তী অবস্থা এখনও জানা যায়নি। তবে নেটিজেনরা নানারকম মন্তব্য করেছেন ভিডিওটি দেখে। অনেকেই বলছেন, এই ভিডিও করার বদলে সকলের গিয়ে সাহায্য করা উচিত ছিল। কারণ, ওই বৃদ্ধের অবস্থা সঙ্কটজনক হতে পারত।
আরও পড়ুন, স্ত্রীর সঙ্গে ঝগড়া! রাগের মাথায় অজগরকে কামড় স্বামীর, পরের কাণ্ড মারাত্মক
আরও পড়ুন, অজগরের সঙ্গে মজা করার ফল! সিংহের যা অবস্থা হল, দেখুন ভিডিও
অনেকেই আবার বলছেন, এই সময়ে প্রয়োজন ছিল স্থানীয় বন দফতরে বিষয়টি জানানোর। তাহলে তাঁরা তৎক্ষণাৎ কোনও ব্যবস্থা নিতে পারত। যদিও এই ভিডিওটি আদতে কোনও এলাকার তা এখনও জানা যায়নি।