ফ্লোরিডা: স্ত্রীর সঙ্গে সামান্য ঝগড়ার জেরে বিষয়টি এতোদূর গড়াতে পারে, তা আন্দাজও করতে পারেননি কেউ।
অবাক করা একটি ঘটনা ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। ২২ বছর বয়সী এই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পারিবারিক কলহের জেরে একটি সাপকে হত্যার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এই ব্যক্তির নাম কেভিন জাস্টিন।
নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ভোর সাড়ে ৫টার দিকে কেউ একজন পুলিশকে ফোন করে বলেন তাঁর অ্যাপার্টমেন্টের একটি ফ্ল্যাটে স্বামী-স্ত্রীর মধ্যে খুব ঝগড়া চলছে। খবর পেয়ে পুলিশ সেই ফ্ল্যাটে চলে আসে। কিন্তু সেখানে পা রাখতেই চমকে ওঠে তারা। ফ্ল্যাটের বাইরে একটি অজগরের কাটা মাথা পড়েছিল। পুলিশও তা দেখে অবাক।
পুলিশ দরজা খুলতে বললেও দু’জনের কেউই তা খোলেনি। এরপরই মহিলার চিৎকার শোনা যায়। ভিতর থেকে মহিলা চিৎকার করে বলেন, দয়া করে দরজা ভেঙে ভেতরে আসুন। এর পর পুলিশ লাথি মেরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে।
পুলিশ আসার সঙ্গে সঙ্গে ওই যুবক লুকোনোর চেষ্টা করে। পরে পুলিশ তাকে ধরে ফেলে। এমনকী পুলিশকর্মীদের উপর হামলারও চেষ্টা চালায় সে।
আরও পড়ুন, নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে টুঁ শব্দ নেই,মতুয়া মন পেতে আবেগই সম্বল বিজেপির
আরও পড়ুন, বাবার মৃত্যুর পরই ভাগ্যবদল! পর পর বাঁধল লটারি, শেষে কোটিপতি ছেলে
পরে পুলিশ জানতে পারে, ধৃত কেভিনের সঙ্গে তার স্ত্রীর ঝগড়া হচ্ছিল। সেই সময়ে রাগে কেভিন নিজের পোষ্য অজগরের উপর হামলা করে। দাঁত দিয়ে কামড়ে মাথা আলাদা করে দেয় অজগরটির। সংরক্ষিত প্রাণীকে হত্যা-সহ একাধিক অভিযোগ আনা হয়েছে কেভিনের বিরুদ্ধে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Crime News, Python