আমেরিকা যুক্তরাষ্ট্রের মিশিগানের ঘটনা। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, দুই বাসচালকের তৎপরতায় উদ্ধার করা হচ্ছে একটি শিশুকে। জানা গিয়েছে, এক গাড়ি চোর শিশুটিকে সহ গাড়িটি নিয়ে চম্পট দিয়েছিল রাস্তা থেকে। খানিক দূর যাওয়ার পরে শিশুটিকে রাস্তার ধারেই নামিয়ে দেয় সে। সেখান থেকেই বছর দুয়েকের শিশুটিকে উদ্ধার করা হয়।
আরও পড়ুন: সঙ্গে কেন্দ্রীয় বাহিনী, মানিক ভট্টাচার্যকে নিয়ে বেরোল ইডি! তোলপাড় পড়ল বাংলায়
খবরে বলা হয়েছে, মিশিগানের কেন্টউডের মার্লে অ্যাভেনিউ-র ঘটনা। ওই দিন সকাল ৮টায় এক দম্পতি তাদের দুই সন্তানকে নিয়ে বেরিয়েছিলেন। বাস স্টপে নেমে তাঁরা বড় সন্তানকে স্কুল বাসে তুলে দিচ্ছিলেন। সে সময় গাড়ির ভিতরেই ছিল দু’বছরের ছোট শিশুটি। ফাঁক তালে এক দুষ্কৃতী গাড়ি নিয়ে চম্পট দেয়। খানিক দূর গিয়ে শিশুটিকে রাস্তার পাশে ফেলে রেখে যায়।
আরও পড়ুন: নৈহাটি স্টেশনে ব্যাগের মধ্যে লক্ষ লক্ষ টাকা! অভিযুক্তের পরিচয়ে চমকে উঠল পুলিশ
বেগতিক বুঝে ওই দম্পতি স্কুল বাসের চালকের কাছেই সাহায্য চান। সে সময় কেলোগসভিল স্কুলের ওই বাসে ছিলেন ডেভ স্কিনার। সব ঘটনা শুনে তৎক্ষণাৎ তিনি তাঁর এক সহকর্মী, অন্য বাসের চালক সিউ ওয়ার্কম্যানকে সবটা জানান। ওয়ার্কম্যান বাস নিয়ে রাস্তায় ছিলেন। তিনিই রাস্তার পাশে একা বসে থাকতে দেখেন শিশুটিকে। ওয়ার্কম্যান নিজেই রাস্তা থেকে শিশুটিকে তুলে নিয়ে আসেন। মায়ের কোলে ফিরে যায় সে।
প্রায় গোটা ঘটনাটিই ট্যুইটারে শেয়ার করা হয়েছে। সংবাদ সংস্থার তরফে শেয়ার করা ট্যুইটে লেখা হয়েছে, ‘আতঙ্কিত অভিভাবকেরা একটি স্কুলবাস চালককে হাত দেখিয়ে দাঁড় করান। তাঁদের বিপদের কথা জানান। কয়েক মিনিট পরে, ভিডিওতে দেখা যায় অন্য স্কুল বাসচালক শিশুটিকে রাস্তার ধারে একা বসে থাকতে দেখেন।
শেয়ার করা ভিডিও ক্লিপটির শেষে দেখা যায়, ওয়ার্কম্যান শিশুটিকে তার মায়ের হাতে তুলে দিচ্ছেন এবং পুলিশের সঙ্গে কথা বলছেন। পুলিশ গাড়ি চোরের খোঁজে তল্লাশি শুরু করেছে।