ইনস্টাগ্রামে জে ব্রিওয়ার শেয়ার করেছেন এই ভিডিওটি। দেখা যাচ্ছে মুখের ভিতর ঢুকে ফের বেরিয়ে পড়ল সেই ট্যারেন্টুলা (Viral Video | Tarantula)। তার পর হাতের উপর এসে বসে রয়েছে সেটি। কিন্তু জে তার ভ্রূক্ষেপ না করেই ট্যারেন্টুলা নিয়ে নানা কথা বর্ণনা করে চলেছেন। কিন্তু নেটিজেনের সেই কথা মোটেও কানে ঢুকছে না। কারণ, বিষাক্ত সেই ট্যারেন্টুলা হাতে বসে রয়েছে জের। নেটিজেনের সকলের চোখ যেন সেখানেই আটকে গিয়েছে।
advertisement
আরও পড়ুন: 'আরে এ তো মুখ্যমন্ত্রী!' বাসভর্তি যাত্রীর মধ্যে হঠাৎ আগমন তাঁর, গোটা দেশে ঘুরছে এই ভিডিও
আরও পড়ুন: চশমা নিয়ে দৌড় বাঁদরের! ফেরত পেতে কী 'ঘুষ' দিলেন ব্যক্তি? দেখুন ভাইরাল ভিডিও
জে ব্রিওয়ার এই ভিডিও শেয়ার করে লিখেছেন, 'হ্যালোউইন সামনে আসছে আর সব কিছুই কেমন অদ্ভুত হয়ে যাচ্ছে'। ভিডিওটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে। প্রায় ১ লক্ষ মানুষ সেটি দেখেছেন এবং প্রত্যেকেই একেবারেই স্তম্ভিত জের কাণ্ড দেখে। ট্যারেন্টুলা কি এভাবে পোষ মানে? অনেকেই প্রশ্ন করেছেন জের শেয়ার করা ভিডিওর কমেন্টবক্সে। অনেকে আবার বেয়ার গ্রিলসের নানা ভয়ংকর কাজের কথা মনে করেছেন। আপনার কেমন লাগল এই ভিডিও?