TRENDING:

Viral Video | Tarantula: জ্যান্ত ট্যারেন্টুলা ঢুকে গেল মুখের ভিতর! তার পর? তুমুল ভাইরাল ভিডিও

Last Updated:

ভিডিওতে দেখা যাচ্ছে, একটি বিষাক্ত ট্যারেন্টুলা মাকড়সা জের মুখের ভিতর ঢুকে গিয়ে ফের বেরিয়ে আসছে (Viral Video | Tarantula)।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: এখানে যেমন ভূত-চতুর্দশীর অপেক্ষা, তেমনই মার্কিন দেশে হ্যালোউইন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে তার চেয়েও ভয়ংকর কিছু ধরা পড়েছে। আর সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Viral Video | Tarantula)। মার্কিন চিড়িয়াখানার এক নিরাপত্তারক্ষী জে ব্রিওয়ারের সাম্প্রতিক ভিডিও ভূত-পেত্নীর ভয়কেও হার মানাচ্ছে। কারণ, তাঁর শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, একটি বিষাক্ত ট্যারেন্টুলা মাকড়সা জের মুখের ভিতর ঢুকে গিয়ে ফের বেরিয়ে আসছে (Viral Video | Tarantula)।
জ্যান্ত ট্যারেন্টুলা ঢুকে গেল মুখের ভিতর! তার পর? তুমুল ভাইরাল ভিডিও
জ্যান্ত ট্যারেন্টুলা ঢুকে গেল মুখের ভিতর! তার পর? তুমুল ভাইরাল ভিডিও
advertisement

ইনস্টাগ্রামে জে ব্রিওয়ার শেয়ার করেছেন এই ভিডিওটি। দেখা যাচ্ছে মুখের ভিতর ঢুকে ফের বেরিয়ে পড়ল সেই ট্যারেন্টুলা (Viral Video | Tarantula)। তার পর হাতের উপর এসে বসে রয়েছে সেটি। কিন্তু জে তার ভ্রূক্ষেপ না করেই ট্যারেন্টুলা নিয়ে নানা কথা বর্ণনা করে চলেছেন। কিন্তু নেটিজেনের সেই কথা মোটেও কানে ঢুকছে না। কারণ, বিষাক্ত সেই ট্যারেন্টুলা হাতে বসে রয়েছে জের। নেটিজেনের সকলের চোখ যেন সেখানেই আটকে গিয়েছে।

advertisement

আরও পড়ুন: 'আরে এ তো মুখ্যমন্ত্রী!' বাসভর্তি যাত্রীর মধ্যে হঠাৎ আগমন তাঁর, গোটা দেশে ঘুরছে এই ভিডিও

আরও পড়ুন: চশমা নিয়ে দৌড় বাঁদরের! ফেরত পেতে কী 'ঘুষ' দিলেন ব্যক্তি? দেখুন ভাইরাল ভিডিও

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন

জে ব্রিওয়ার এই ভিডিও শেয়ার করে লিখেছেন, 'হ্যালোউইন সামনে আসছে আর সব কিছুই কেমন অদ্ভুত হয়ে যাচ্ছে'। ভিডিওটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে। প্রায় ১ লক্ষ মানুষ সেটি দেখেছেন এবং প্রত্যেকেই একেবারেই স্তম্ভিত জের কাণ্ড দেখে। ট্যারেন্টুলা কি এভাবে পোষ মানে? অনেকেই প্রশ্ন করেছেন জের শেয়ার করা ভিডিওর কমেন্টবক্সে। অনেকে আবার বেয়ার গ্রিলসের নানা ভয়ংকর কাজের কথা মনে করেছেন। আপনার কেমন লাগল এই ভিডিও?

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video | Tarantula: জ্যান্ত ট্যারেন্টুলা ঢুকে গেল মুখের ভিতর! তার পর? তুমুল ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল