উত্তরাখণ্ডের ঋষিকেশে এক অদ্ভুত ঘটনা ঘটে গেছে, যা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, একটি পথভ্রষ্ট ষাঁড় রাস্তার ধারে রাখা একটি স্কুটার ঠেলতে ঠেলতে এমনভাবে চালাচ্ছে, যেন সে সত্যি সত্যি সেটি ড্রাইভ করছে।
আরও পড়ুন: মায়ের বকা খেয়ে মাথা গরম! ঠান্ডা হতে ওয়াশিং মেশিনে ঢুকেছিল মেয়ে, তারপর যা হল…
advertisement
ভিডিওটিতে দেখা যায়, ষাঁড়টি প্রথমে স্কুটারটিকে ঠেলে সামনে নিয়ে যায়, তারপর সেটিকে রাস্তায় একটু এগিয়ে নিয়ে যায়—যেন সে একটি ‘টেস্ট ড্রাইভ’ নিচ্ছে। এরপর হঠাৎ করেই আগ্রহ হারিয়ে হেঁটে চলে যায় অন্যদিকে।
এই দৃশ্য দেখে নেটিজেনরা হাসিতে ফেটে পড়েছেন। একজন মন্তব্য করেছেন, “ভাই তো শুধু টেস্ট ড্রাইভই নিতে চেয়েছিল।” আরেকজন লিখেছেন, “ও তো স্কুটারটা স্কেটবোর্ডের মতো চালিয়ে দিল!”
আরও পড়ুন: রোজগার নেই, স্বামীর কলার ধরে প্রকাশ্যে একের পর এক থাপ্পড় মহিলার! ভাইরাল সেই ভিডিও, দেখুন…
আরও একজন মজার মন্তব্য করেছেন, “এটা ভারত, এখানে যা খুশি সম্ভব—যা কল্পনায় আসে, বাস্তবে হয়।” কেউ আবার প্রশ্ন তুলেছেন, “সিসিটিভি না থাকলে বীমা কোম্পানিকে কীভাবে বোঝানো হতো এটা?”
সবচেয়ে হাসির মন্তব্য ছিল, “এর ড্রাইভিং লাইসেন্স আছে তো? আগে তো পরীক্ষা পাশ করতে হতো! আর মনে হয় না ওর পুলিশ বা আইন সম্পর্কে কোনো ধারণা আছে—না হলে এমনটা করত না!”