কুকুরটির গলায় কামড়ে ধরে রয়েছে পিট বুল কুকুরটি। তাকে ছাড়ানোর চেষ্টা করছে এক ব্যক্তি। ভিডিওতে এই দৃশ্য দেখে গোটা দেশ শিউরে উঠেছে। সম্ভবত যে ব্যক্তি পিট বুলটিকে ছাড়ানোর চেষ্টা করছেন, তিনিই ওই কুকুরটির মালিক।
রাস্তায় দাঁড়িয়ে থাকা অন্য কোনও ব্যক্তি মোবাইলে এই ভিডিওটি করেন। পরে এটিই ভাইরাল হয়ে যায় নেটপাড়ায়। ভিডিওটি সম্পর্কে বেশি কিছু জানা না গেলেও, এটি নয়ডার ঘটনা।
advertisement
আরও পড়ুন: বাজারে হয়তো তাকিয়েও দেখেন না লাউ শাক, উপকার জানলে এখনই কিনতে ছুটবেন!,
ভিডিওটিতে শোনা যায় এক মহিলা বার বার ওই মালিককে বলছেন, এর পর থেকে এই কুকুরকে নিয়ে রাস্তায় বের হবেন না। তাঁর আশঙ্কা, কুকুরের পর এবার মানুষের মাংস খাবে ওই পিট বুল কুকুরটি।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
October 09, 2023 10:11 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: রাস্তার কুকুরকে কামড়ে খাচ্ছে পোষ্য পিট বুল, ভয়ঙ্কর এই ভিডিও দেখে শিউরে উঠছে দেশ!