TRENDING:

Viral Video: রাস্তার কুকুরকে কামড়ে খাচ্ছে পোষ্য পিট বুল, ভয়ঙ্কর এই ভিডিও দেখে শিউরে উঠছে দেশ!

Last Updated:

Viral Video: কুকুরটির গলায় কামড়ে ধরে রয়েছে পিট বুল কুকুরটি। তাকে ছাড়ানোর চেষ্টা করছে এক ব্যক্তি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়ডা: এমন ভয়াবহ দৃশ্য এর আগে সচরাচর দেখা যায়নি সম্ভবত। নয়ডার সেক্টর ৫৩ এলাকায় পিট বুল প্রজাতির হিংস্র পোষ্য কুকুর খুবলে খাচ্ছে আরেকটি রাস্তার কুকুরকে।
প্রতীকী ছবি (পিট বুল প্রজাতির কুকুর)
প্রতীকী ছবি (পিট বুল প্রজাতির কুকুর)
advertisement

কুকুরটির গলায় কামড়ে ধরে রয়েছে পিট বুল কুকুরটি। তাকে ছাড়ানোর চেষ্টা করছে এক ব্যক্তি। ভিডিওতে এই দৃশ্য দেখে গোটা দেশ শিউরে উঠেছে। সম্ভবত যে ব্যক্তি পিট বুলটিকে ছাড়ানোর চেষ্টা করছেন, তিনিই ওই কুকুরটির মালিক।

আরও পড়ুন: পাগলের মতো প্রেম করতেন গোবিন্দা ও নীলম, কিন্তু একটি কারণে এক হতে পারেননি কখনও! আজ বিস্মৃত হিরো নম্বর ১

রাস্তায় দাঁড়িয়ে থাকা অন্য কোনও ব্যক্তি মোবাইলে এই ভিডিওটি করেন। পরে এটিই ভাইরাল হয়ে যায় নেটপাড়ায়। ভিডিওটি সম্পর্কে বেশি কিছু জানা না গেলেও, এটি নয়ডার ঘটনা।

advertisement

আরও পড়ুন: বাজারে হয়তো তাকিয়েও দেখেন না লাউ শাক, উপকার জানলে এখনই কিনতে ছুটবেন!,

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

ভিডিওটিতে শোনা যায় এক মহিলা বার বার ওই মালিককে বলছেন, এর পর থেকে এই কুকুরকে নিয়ে রাস্তায় বের হবেন না। তাঁর আশঙ্কা, কুকুরের পর এবার মানুষের মাংস খাবে ওই পিট বুল কুকুরটি।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: রাস্তার কুকুরকে কামড়ে খাচ্ছে পোষ্য পিট বুল, ভয়ঙ্কর এই ভিডিও দেখে শিউরে উঠছে দেশ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল