আরও পড়ুন: বিয়ের কার্ড বিলি করতে বেরিয়ে গণধর্ষণের শিকার! ঝাঁসিতে ভয়ঙ্কর ঘটনা
অল্লু অর্জুনের জনপ্রিয় ছবি 'পুষ্পা: দ্য রাইজ'-এর রশ্মিকা মন্দানার গান 'স্বামী স্বামী'-তে নেচে একেবারে তাক লাগিয়ে দিয়েছেন এই বৃদ্ধা। তাঁর সঠিক বয়স না জানা গেলেও, এই নাচের গানে এমন নাচ করেছেন তিনি যে, ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে নেটপাড়ায়। মৌনিকা যাদবের গাওয়া 'বলম স্বামী'-তে দিদার এমন ঠুমকা জাস্ট অপূর্ব লিখেছেন নেটিজেনরা। যদিও ভিডিওটি কোথায় তোলা, তা জানা যায়নি।
আরও পড়ুন: কী কাণ্ড! আচমকা লোডশেডিংয়ে অদলবদল হয়ে গেল বর-কনে! তার পর?
ইনস্টাগ্রামে গিদ্দা কোম্পানি নামে একটি অ্যাকাউন্টে এটি শেয়ার করা হয়েছে। এমন ভাবে তিনি নাচ করছেন, যেন তাঁকে কেউ দেখতেই পাচ্ছে না। প্রায় ১ লক্ষ বার চালানো হয়েছে এই ভিডিও। মুহূর্তের মধ্যে ভাইরাল ভিডিও হয়েছে দিদার নাচ। নেটিজেনরা অনেকেই আবেদন করেছেন, এই দিদার আরও নাচের ভিডিও শেয়ার করতে। কেউ কেউ আবার দিদার সঙ্গে নোরা ফতেহির তুলনা করেছেন। দিদার থেকেই নোরা এমন এনার্জি পান বলে লিখেছেন এক ইউজার।