TRENDING:

Viral Video: কলকাতায় পাওয়া যাচ্ছে 'থাম্বস আপ ফুচকা', ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়! দেখুন

Last Updated:

Viral Video: কীভাবে তৈরি হয় এই 'থাম্বস আপ ফুচকা'? অদ্ভুত এই খাবার এখন জিভে জল আনছে কলকাতাবাসীর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: সোশ্যাল মিডিয়ায় কত কিছুই না রোজ ভাইরাল হয়। তারই মধ্যে সোমবার নেটপাড়ায় ঝড় তুলেছে 'থাম্বস আপ ফুচকা'। খাবার নিয়ে নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষা করতে অনেকেই ভালবাসেন। কখনও চকোলেট দিয়ে মোমো, কখনও আবার ভাইরাল হয় রসগোল্লা পান। তবে এবারে নেটপাড়ায় নজর কেড়েছে ফুচকাপ্রিয় বাঙালির কলকাতার এক দোকানির 'থাম্বস আপ ফুচকা'।
থাম্বস আপ ফুচকা
থাম্বস আপ ফুচকা
advertisement

এই অদ্ভুত ফুচকা পাওয়া যাচ্ছে সাউদার্ন অ্যাভিনিউ, বিবেকানন্দ পার্কের কাছে মহারাজা চাট সেন্টারে। দোকানি দিলীপদার হাতের ফুচকা এখন জিভে জল নিয়ে আসছে কলকাতাবাসীর। শহরের বিভিন্ন প্রান্ত থেকে দক্ষিণ কলকাতার এই জনপ্রিয় চাট সেন্টারে এখন 'থাম্বস আপ ফুচকা' খাওয়ার লম্বা লাইন পড়ছে। তবে শুধুই এটা নয়, দিলীপদার দোকানে ফুচকায় মেশে চকোলেট থেকে আম, ডাবের জল থেকে রাজভোগ।

advertisement

আরও পড়ুন: অভিনয় থেকে কবে অবসর নেবেন শাহরুখ খান? বলিউড বাদশার জবাবে নেটপাড়ায় শোরগোল!

কীভাবে তৈরি হয় এই 'থাম্বস আপ ফুচকা'? দোকানের মালিক দিলীপবাবু জানিয়েছেন, থাম্বস আপের মধ্যে খানিক চাট মশলা ও লেবু দিয়ে প্রথমে মশলা কোল্ড ড্রিংক তৈকি করা হয়। তার পর সেই কোলা দেওয়া হয় ফুচকায়। চাট সেন্টারে হাজির ক্রেতারা অনেকেই নতুন ধরনের এই ফুচকায় 'কব্জি ডুবিয়েছেন'। সোশ্যাল মিডিয়ায় সেই ফুচকা চেখে দেখার একটি ভিডিও শেয়ারও করা হয়েছে।

advertisement

আরও পড়ুন: ১০ টাকার চিপসের প্যাকেটে কতটা চিপস থাকে? জানলে হতবাক হবেন আপনি!

সেরা ভিডিও

আরও দেখুন
দু’ পাশ দিয়ে বয়ে যাচ্ছে মহানন্দা ও মহিষমারি, মাঝে দাঁড়িয়ে উত্তরবঙ্গের একমাত্র সূর্যমন্দির
আরও দেখুন

অনেকেই অদ্ভুত এই ফিউশন ফুড-কে দু'হাতে স্বাগত জানিয়েছেন। অনেকেই আবার মজা করে লিখেছেন, 'দেখেই বমি পাচ্ছে'। কেউ আবার লিখেছেন, 'নতুন ধরনের খাবার চেখে দেখতে অবশ্যই ভাল লাগে'। কারও মত, 'এটা দেখার পর থেকে রাতে ঘুম আসছে না'। আরেক ইউজার খিল্লি করে লিখেছেন, 'এটা দেখার পর চোখেও ব্রাশ করতে হবে।'

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: কলকাতায় পাওয়া যাচ্ছে 'থাম্বস আপ ফুচকা', ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়! দেখুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল