TRENDING:

বান্ধবীকে বিশ্বাস করে ১৫ হাজার টাকা ধার দিয়েছিলেন যুবক! পরের ৯ মাসে তার সঙ্গে যা ঘটল! তাজ্জব নেটদুনিয়াও

Last Updated:
এক সপ্তাহের মধ্যে টাকা ফিরিয়ে দেওয়ার আশ্বাসও দিয়েছিলেন যুবতী। কিন্তু প্রায় ৯ মাস ধরে টানা অপেক্ষা করেন ওই যুবক।
advertisement
1/6
বান্ধবীকে বিশ্বাস করে ১৫ হাজার টাকা ধার দিয়েছিলেন যুবক! পরের ৯ মাসে তার সঙ্গে যা ঘটল!
নিজের বান্ধবীকে ১৫ হাজার টাকা ধার দিয়েছিলেন এক যুবক। সাহায্যের সময় তাঁকে ধার দিয়ে আশা করেছিলেন সঠিক সময় টাকা ফেরত পেয়ে যাবেন। এক সপ্তাহের মধ্যে টাকা ফিরিয়ে দেওয়ার আশ্বাসও দিয়েছিলেন যুবতী। কিন্তু প্রায় ৯ মাস ধরে টানা অপেক্ষা করেন ওই যুবক।
advertisement
2/6
টানা ৯ মাসের মধ্যে একবারের জন্যেও টাকা ফেরতের জন্য জোর করেননি বলে জানান ওই যুবক। তিনি ভেবেছিলেনবন্ধুত্বের কাছে টাকার মূল্য কম। কিন্তু, ৯ মাস শেষে যখন তিনি টাকা চাইতে গেলেন। তখন ওই বান্ধবীর কথা শুনে স্তম্ভিত হয়ে গেলেন তিনি।
advertisement
3/6
ওই বান্ধবী তাঁকে লিখেছিলেন, "আমাকে বারংবার মেসেজ করলে আমার মনে হয় না পরিস্থিতি বদলে যাবে। আমি যদি মনে করি তোমার টাকা ফেরত দেব না তাহলে তোমার সঙ্গে আমি এই মুহূর্ত থেকেই আর কথা বলব না। সেই ব্যবস্থা আমি করে নিতেই পারি।"
advertisement
4/6
এর জবাবে ওই যুবক লেখেন, "সত্যি বলতে তোমার থেকে এটা আশা করিনি। কিন্তু, ধন্যবাদ নিজের আসল রূপ দেখানোর জন্য।"
advertisement
5/6
রেডিটে এই খবর সামনে আসতেই তুমুল শোরগোল পড়ে যায়। নেটিজেনদের কমেন্টে ভরে ওঠে। সেখানে কেউ কেউ হাসিতে ফেটে পড়েন। আবার কেউ কেউ রাগ দেখান।
advertisement
6/6
একজন লেখেন, "একজন অনলাইনের বন্ধুকে তুমি ১৫ হাজার টাকা দিয়ে দিলে?"অন্য একজন লেখে, "মেয়ের পাল্লায় পড়লে এমনই হয়।"আবার আরও একজন লেখেন, "এমন করেই সহজে টাকা কামানো যায়। অনলাইন বন্ধু বানাও, বিশ্বাস অর্জন করো তারপর টাকা নিয়ে ফেরত দিও না।"
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
বান্ধবীকে বিশ্বাস করে ১৫ হাজার টাকা ধার দিয়েছিলেন যুবক! পরের ৯ মাসে তার সঙ্গে যা ঘটল! তাজ্জব নেটদুনিয়াও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল