আরও পড়ুন :ওজন ২ কেজি, ২৪ ক্যারেট সোনায় ভরা মশলাদার ‘মোমো’! মুম্বই রেস্তোরাঁর চমকে তোলপাড় ইন্টারনেট…
আন্তর্জাতিক একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, KERM 2 নামে ওয়াশিংটনের ওই টিভি চ্যানেলে গত ১৭ অক্টোবর ঘটনাটি ঘটে। সেসময় আবহাওয়ার খবর পড়ছিলেন আবহবিদ মিচেল বস। সন্ধ্যে সাড়ে ছ’টা নাগাদ খবরের মাঝেই চলতে শুরু করে পর্ন (Porn Video) ছবির একটি ভিডিও ক্লিপ। সঞ্চালিকা দিব্যি পড়ে চলছিলেন আবহাওয়ার রিপোর্ট। কিন্তু তাঁর পিছনে বাঁ-দিকের একটি স্ক্রিনে চলতে শুরু করে কোনও একটি পর্ন ছবির সেন্সরড দৃশ্য।
advertisement
প্রায় ১৩ সেকেণ্ড ধরে সেটি (Porn Video) চলে। সেসময় সংবাদ চ্যানেলটির সঞ্চালিকা কিংবা ওই আবহবিদ কেউই বিষয়টি বুঝতে পারেননি। কিন্তু পরবর্তীতে অনেকেই সেই দৃশ্যটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। আর তাতেই মুহূর্তে ভাইরাল হয়ে যায় ওই ভিডিও (Viral Video)।
অবশ্য ঐদিন রাত ১১টা নাগাদ ক্ষমা চায় KERM নিউজ চ্যানেল। এমনটাই জানিয়েছে একটি মার্কিন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর। ক্ষমা চেয়ে নিয়ে সেসময় চ্যানেলের সঞ্চালিকা বলেন, “আমাদের শোয়ে প্রথমবার একটি আপত্তিকর ভিডিও (Viral Video) প্রকাশিত হয়েছে। এই ধরনের অবাঞ্চিত ঘটনা আর যাতে না ঘটে, সেদিকে পরবর্তী সময়ে আমরা খেয়াল রাখব।”
আরও পড়ুন :বিয়ের দিন ডান্স করতে গিয়ে বউকে নিয়েই হুমড়ি খেয়ে পড়লেন বর ! দেখুন ভাইরাল ভিডিও
এরমধ্যে স্থানীয় পুলিশ ঘটনার তদন্তও শুরু করেছে। আধিকারিকরা জানিয়েছেন, এই ঘটনার পরপরই অনেক দর্শক পুলিশ স্টেশনে ফোন করে এই প্রসঙ্গে অভিযোগ জানান। তাই তাঁরা ঘটনাটির তদন্ত শুরু করেছেন। তবে এই প্রথম নয়, এর আগেও এই ধরনের ঘটনা মাঝেমধ্যেই সামনে এসেছে। স্পোকেন পুলিশের স্পেশাল ভিকটিমস ইউনিট এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স রেসপন্স ইউনিট ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে নেট পারে ইতিমধ্যেই সুরের ভাইরাল হয়ে গিয়েছে এই ভিডিও (Porn Video)।