Viral Video: বিয়ের দিন ডান্স করতে গিয়ে বউকে নিয়েই হুমড়ি খেয়ে পড়লেন বর ! দেখুন ভাইরাল ভিডিও

Last Updated:

Viral video of Couple falls down while dancing on their wedding day: নবদম্পতিকে পড়ে যেতে দেখে প্রত্যেকেই চমকে ওঠেন ৷ তবে যেভাবে হাসতে হাসতে তাঁরা নাচতে গিয়ে পড়ে গিয়েছিলেন, তেমনি আবার হাসতে হাসতে উঠেও দাঁড়ান তাঁরা ৷

Photo: Instagram
Photo: Instagram
নয়াদিল্লি: বিয়েতে কোনও কিছুই ঘটতে পারে ৷ হ্যাঁ, এই কথাটা যে অনেকটাই সত্যি, তা একটি ভাইরাল ভিডিও দেখলেই প্রমাণ পাওয়া যায় ৷ ভিডিওতে দেখা গিয়েছে, এক যুগল তাঁদের বিয়ের দিনে ডান্স করতে গিয়ে একেবারে হুমড়ি খেয়ে পড়লেন (Couple falls down while dancing) ! আর ঘটনাটি ব্যাঙ্কোয়েট হল ভর্তি অতিথিদের সবার সামনেই ঘটে ৷
নবদম্পতিকে পড়ে যেতে দেখে প্রত্যেকেই চমকে ওঠেন ৷ তবে যেভাবে হাসতে হাসতে তাঁরা নাচতে গিয়ে পড়ে গিয়েছিলেন, তেমনি আবার হাসতে হাসতে উঠেও দাঁড়ান তাঁরা ৷ বললেন ‘ফলিং ইন লভ’ অর্থাৎ প্রেমে পড়া যেন একেই বলে !
advertisement
advertisement
নেটিজেনরা অনেকে আবার মজা করে বলেছেন, পাত্রীর শরীরের ভার হয়তো সামলাতে পারেননি পাত্র ৷ তাই এই অবস্থা ৷ তবে এটাও ঠিক যে বিয়ের দিনে এমন ঘটনা ঘটলে তা পাত্র-পাত্রী দু’জনেরই চিরকাল মনে থাকবে ৷ সে প্রেমে পড়াই হোক, কিংবা উল্টে পড়া ৷ ইনস্টাগ্রামে এই ভিডিও দেখে প্রত্যেকেই লাইক-কমেন্টে ভরিয়ে দিয়েছেন ৷ ৫ লক্ষেরও বেশি ভিউজ হয়েছে ভিডিওটিতে ৷ নেটিজেনরা বর-বউকে উল্টে পড়তে দেখে হাসি-ঠাট্টা খুব একটা করেননি ৷ বরং ভালোবাসাতেই ভরিয়ে দিয়েছেন ৷
advertisement
বিয়ের দিনের আরও একটা ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছিল, যেখানে দেখা গিয়েছে একটি বিয়ের জন্য জমজমাট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল (Funny Wedding Video) ৷ সেখানে অতিথিরা সবাই হাজির ৷ পাত্র-পাত্রী নিজেরাই স্টেজে ডান্স পারফরম্যান্স করবেন ৷ এমনটাই ছিল পরিকল্পনা ৷ কিন্তু স্টেজে নেমে বর যা কাণ্ড ঘটালেন, তা দেখে সবাই তাজ্জব ৷ ভাগ্য ভালো এমন ঘটনার পর বর বা বউ কারোর হাত-পা ভাঙেনি ৷ বা কোমরে চোট লাগেনি ৷ নাহলে বড়সড় অঘটন ঘটে যেতে পারত ৷ বিয়েটাই যেত ভেস্তে !
advertisement
advertisement
বিয়েতে পাত্র-পাত্রীদের ডান্স পারফরম্যান্স কোনও নতুন ঘটনা নয় ৷ মনে আনন্দ থাকলে সবই সম্ভব ৷ কিন্তু সেই আনন্দ এতটা চরম হলে কী অঘটন ঘটতে পারে, সেটা এই ভিডিওটি না দেখলেই নয় ৷ এখানে দেখা গিয়েছে, ডান্স পারফরম্যান্সের জন্য স্টেজে নেমেই বউকে নিজের পিঠে চাপিয়ে নেন বর ৷ এমনটা যে ঘটবে, তা হয়তো পাত্রীও আগের থেকে আন্দাজ করতে পারেননি ৷ কিন্তু এতটা জোরে ঝাঁপিয়ে কোলে তুলতে গিয়ে যা ঘটার তাই ঘটল ৷ বউকে নিয়েই হুড়মুড়িয়ে পড়লেন পাত্র ৷ ভাগ্য ভালো তাদের চোট গুরুতর নয় ৷ হাত-পা ঝেড়ে আবার উঠে নাচতে শুরু করেন তাঁরা ৷
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: বিয়ের দিন ডান্স করতে গিয়ে বউকে নিয়েই হুমড়ি খেয়ে পড়লেন বর ! দেখুন ভাইরাল ভিডিও
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement