Home /News /off-beat /
Viral Video: বিয়ের দিন ডান্স করতে গিয়ে বউকে নিয়েই হুমড়ি খেয়ে পড়লেন বর ! দেখুন ভাইরাল ভিডিও

Viral Video: বিয়ের দিন ডান্স করতে গিয়ে বউকে নিয়েই হুমড়ি খেয়ে পড়লেন বর ! দেখুন ভাইরাল ভিডিও

Photo: Instagram

Photo: Instagram

Viral video of Couple falls down while dancing on their wedding day: নবদম্পতিকে পড়ে যেতে দেখে প্রত্যেকেই চমকে ওঠেন ৷ তবে যেভাবে হাসতে হাসতে তাঁরা নাচতে গিয়ে পড়ে গিয়েছিলেন, তেমনি আবার হাসতে হাসতে উঠেও দাঁড়ান তাঁরা ৷

  • Last Updated :
  • Share this:

নয়াদিল্লি: বিয়েতে কোনও কিছুই ঘটতে পারে ৷ হ্যাঁ, এই কথাটা যে অনেকটাই সত্যি, তা একটি ভাইরাল ভিডিও দেখলেই প্রমাণ পাওয়া যায় ৷ ভিডিওতে দেখা গিয়েছে, এক যুগল তাঁদের বিয়ের দিনে ডান্স করতে গিয়ে একেবারে হুমড়ি খেয়ে পড়লেন (Couple falls down while dancing) ! আর ঘটনাটি ব্যাঙ্কোয়েট হল ভর্তি অতিথিদের সবার সামনেই ঘটে ৷

নবদম্পতিকে পড়ে যেতে দেখে প্রত্যেকেই চমকে ওঠেন ৷ তবে যেভাবে হাসতে হাসতে তাঁরা নাচতে গিয়ে পড়ে গিয়েছিলেন, তেমনি আবার হাসতে হাসতে উঠেও দাঁড়ান তাঁরা ৷ বললেন ‘ফলিং ইন লভ’ অর্থাৎ প্রেমে পড়া যেন একেই বলে !

আরও পড়ুন- ‘ড্রাইভারলেস বাইক’ ! চালকের আসনে নয়, পিছনে বসেই দিব্যি চলছে সেটি, আনন্দ মাহিন্দ্রা শেয়ার করলেন ভাইরাল ভিডিও

নেটিজেনরা অনেকে আবার মজা করে বলেছেন, পাত্রীর শরীরের ভার হয়তো সামলাতে পারেননি পাত্র ৷ তাই এই অবস্থা ৷ তবে এটাও ঠিক যে বিয়ের দিনে এমন ঘটনা ঘটলে তা পাত্র-পাত্রী দু’জনেরই চিরকাল মনে থাকবে ৷ সে প্রেমে পড়াই হোক, কিংবা উল্টে পড়া ৷ ইনস্টাগ্রামে এই ভিডিও দেখে প্রত্যেকেই লাইক-কমেন্টে ভরিয়ে দিয়েছেন ৷ ৫ লক্ষেরও বেশি ভিউজ হয়েছে ভিডিওটিতে ৷ নেটিজেনরা বর-বউকে উল্টে পড়তে দেখে হাসি-ঠাট্টা খুব একটা করেননি ৷ বরং ভালোবাসাতেই ভরিয়ে দিয়েছেন ৷

বিয়ের দিনের আরও একটা ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছিল, যেখানে দেখা গিয়েছে একটি বিয়ের জন্য জমজমাট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল (Funny Wedding Video) ৷ সেখানে অতিথিরা সবাই হাজির ৷ পাত্র-পাত্রী নিজেরাই স্টেজে ডান্স পারফরম্যান্স করবেন ৷ এমনটাই ছিল পরিকল্পনা ৷ কিন্তু স্টেজে নেমে বর যা কাণ্ড ঘটালেন, তা দেখে সবাই তাজ্জব ৷ ভাগ্য ভালো এমন ঘটনার পর বর বা বউ কারোর হাত-পা ভাঙেনি ৷ বা কোমরে চোট লাগেনি ৷ নাহলে বড়সড় অঘটন ঘটে যেতে পারত ৷ বিয়েটাই যেত ভেস্তে !

বিয়েতে পাত্র-পাত্রীদের ডান্স পারফরম্যান্স কোনও নতুন ঘটনা নয় ৷ মনে আনন্দ থাকলে সবই সম্ভব ৷ কিন্তু সেই আনন্দ এতটা চরম হলে কী অঘটন ঘটতে পারে, সেটা এই ভিডিওটি না দেখলেই নয় ৷ এখানে দেখা গিয়েছে, ডান্স পারফরম্যান্সের জন্য স্টেজে নেমেই বউকে নিজের পিঠে চাপিয়ে নেন বর ৷ এমনটা যে ঘটবে, তা হয়তো পাত্রীও আগের থেকে আন্দাজ করতে পারেননি ৷ কিন্তু এতটা জোরে ঝাঁপিয়ে কোলে তুলতে গিয়ে যা ঘটার তাই ঘটল ৷ বউকে নিয়েই হুড়মুড়িয়ে পড়লেন পাত্র ৷ ভাগ্য ভালো তাদের চোট গুরুতর নয় ৷ হাত-পা ঝেড়ে আবার উঠে নাচতে শুরু করেন তাঁরা ৷

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: Viral Video