দিনের রাস্তা দিয়ে পালকি চেপে বিয়ে করতে এল বর। আর বরযাত্রী এল গরুর গাড়িতে চেপে। মনে হতেই পারে এ কোনও প্রাচীন দিনের গল্প। কিন্তু আদতে তা নয়। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় এমনই এক ব্যতিক্রম বিয়ের ছবি ধরা পড়ল।
আরও পড়ুন: ফ্যান, এসি, কুলার কিচ্ছু লাগবে না! মাত্র ৩০০ টাকা খরচে এই কাজ করুন! গরমেও কনকনে ঠান্ডা হবে ঘর!
advertisement
জানা গিয়েছে ঐতিহ্যের পালকিতে চড়ে আসেন বর। তার সঙ্গে গরুর গাড়িতে চেপে আসেন বর যাত্রী। গড়বেতা থানার সন্ধিপুরের যাদববাটি গ্রামের পাত্র ইব্রাহিম বিয়ে করতে আসেন চন্দ্রকোনা থানার কৃষ্ণপুরের চাষীবাড় এলাকায়। তবে এমন আয়োজনে রীতিমত হতবাক গ্রামবাসীরা। বরকে দেখতে তারা বেরিয়ে এলেন বাইরে। পুরানো গল্পকথায় পড়েছেন পালকি চেপে বিয়ে করতে যাওয়ার কথা। বরযাত্রী আসেন গাড়িতে, কিন্তু ২০২৪ সালে এসেও একই ছবি দেখল চন্দ্রকোনার মানুষ। যা দেখে হতবাক সকলে।
তবে জানা গিয়েছে, পুরানো দিনের ঐতিহ্যকে ধরে রাখতে এবং বিয়ের আনন্দকে স্মৃতি হিসেবে রাখতেই এই আয়োজন। তবে এই আয়োজন দেখতে উৎসুক মানুষের ভিড় ছিল চোখে পড়ার মত।
রঞ্জন চন্দ