মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়ার ৫৮৬ ফুট গভীর এলিসন গুহার গহ্বরের অংশের দুর্ধর্ষ ভিডিও পাওয়া গিয়েছে GoPro ক্যামেরা থেকে। যা দেখলে অধিকাংশ মানুষের শিরদাঁড়া দিয়েই হিমশীতল স্রোত নামতে বাধ্য! পৃথিবীর পৃষ্ণতল থেকে ৫৮৬ ফুট পর্যন্ত গভীরে ক্যামেরাটি পৌঁছতে সক্ষম হয়েছিল। অর্থাৎ গুহার একেবারে শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছেছিল ক্যামেরা। বলে রাখা ভাল যে, এই গুহার গভীরতা স্ট্যাচু অফ লিবার্টির দৈর্ঘ্যের দ্বিগুণ। কিন্তু কীভাবে ক্যামেরা পাঠানো হল? দুই ইউটিউবার গুহার গহ্বরে ক্যামেরাটি ছেড়ে দিয়েছিলেন একটি লম্বা দড়ির সাহায্যে। আর ওই দড়িটি ছিল ইলেকট্রিক ড্রিলের সঙ্গে জড়ানো। ক্যামেরা যত নিচে যাচ্ছিল, ততই ভয়ঙ্কর সুন্দর দৃশ্য দেখা যাচ্ছিল। কিছু কিছু জায়গায় সংকীর্ণ ঝিল্লিও ভেসে উঠছিল।
advertisement
অন্ধকারের বুক চিরে ক্যামেরা নীচে নামার সঙ্গে সঙ্গে টেনশনও পাল্লা দিয়ে বাড়ছিল। মনে হচ্ছিল যেন, এই বুঝি কিছু বেরিয়ে এল! সেই সঙ্গে একটা দারুণ রোমাঞ্চকর অভিজ্ঞতাও হচ্ছিল। এই ভিডিও-র ভিউ ৭ লক্ষেরও বেশি। এমনকী, হাজার হাজার মানুষের মন্তব্য জমা পড়েছে কমেন্ট বাক্সে। কিছু নেটিজেনের দাবি, ক্যামেরা যখন নীচে যাচ্ছে, তখন তাঁরা অন্ধকারে লুকিয়ে থাকা ভয়ঙ্কর জিনিস দেখেছেন। একজনের দাবি, তিনি না কি পাথরের ভিতরে মানুষের অবয়ব দেখতে পেয়েছেন।