Hangover Overcome Tips: মদের নেশা কাটাতে তেঁতুল কিংবা লেবুর রস খাচ্ছেন? এটা একেবারেই ভুল, উল্টে খাওয়া উচিত ফ্রিজে থাকা এই খাবার; বলছেন বিশেষজ্ঞ পুষ্টিবিদ
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
How to get rid of hangover: রক্তে যখন অ্যালকোহলের মাত্রা বেড়ে যায়, তখন নেশা কাটাতে বৈজ্ঞানিক একটি উপায় অবলম্বন করা যেতে পারে। আসলে নেশা কাটানোর জন্য প্রচুর পরিমাণে জল পান করা উচিত।
advertisement
রক্তে যখন অ্যালকোহলের মাত্রা বেড়ে যায়, তখন নেশা কাটাতে বৈজ্ঞানিক একটি উপায় অবলম্বন করা যেতে পারে। আসলে নেশা কাটানোর জন্য প্রচুর পরিমাণে জল পান করা উচিত। এতে রক্তে অ্যালকোহলের প্রভাব কমানো যেতে পারে। কিন্তু বিজ্ঞানীরা এক নতুন বিষয়ের সন্ধান পেয়েছেন। নেশা কাটানোর জন্য কোথাও যাওয়ার প্রয়োজন নেই। বরং ফ্রিজে থাকা একটা উপকরণই দূর করতে পারেন মদের নেশা। Representative Image
advertisement
ডেইলি মেল-এর একটি প্রতিবেদনে পুষ্টিবিদ ডা. রোন্ডা প্যাট্রিক একটি গবেষণার কথা তুলে ধরে বলেন যে, দ্রুত মদের নেশা কমাতে সক্ষম ফ্রুক্টোজ। ওই গবেষণায় দেখা গিয়েছে যে, ফ্রুক্টোজ অ্যালকোহলের মাত্রা দ্রুত কমিয়ে দেয়। আর সমস্ত মিষ্টি ফলের মধ্যেই প্রাকৃতিক ভাবে ফ্রুক্টোজ পাওয়া যায়। তাই দ্রুত অ্যালকোহলের নেশা কাটানোর জন্য মিষ্টি ফল খাওয়া উচিত। এতে যত তাড়াতাড়ি সম্ভব নেশা কেটে যাবে। কেউ যদি সকালে ফল খান, তাহলে শরীরে লবণ পুনরায় পূরণ হতে শুরু করে এবং শরীর আবার হাইড্রেটেড হতে শুরু করে। ফলে শরীর ফের এনার্জি ফিরে পেতে শুরু করে।Representative Image
advertisement