আজকাল সবাইকে ইনস্টাগ্রাম রিল তৈরি করতে জনপ্রিয় গানে নাচতে দেখা যায়। বেশিরভাগ সময় রাস্তায় সবার সামনে পারফর্ম্য়ান্সে আসেপাশের লোকজন অত্যন্ত কৌতূহলী হয়ে পড়েন। যাইহোক, ভিডিওটি ভাইরাল হওয়ার কারণ মহিলার নাচের স্টেপ নয়, এর কারণ পল একজন অটোরিকশা চালক। তিনি মহিলার সঙ্গে নাচতে শুরু করেন তিনি, শেষ পর্যন্ত দিলবরের মনোমুগ্ধকর বিটে নাচতে থাকেন।
advertisement
দেখুন সেই ভিডিও:
ভিডিওটি ট্য়ুইটারে শেয়ার করেন এক ব্য়ক্তি। হু হু করে ভাইরাল হয়ে যায় সেই ভিডিও।
আরও পড়ুন: 'তালি'তে সুস্মিতার জায়গায় গৌরী? সিনেমায় রূপান্তরকামীর ভূমিকা নিয়ে সরব অভিনেত্রী
আমাদের মনোযোগ অবিলম্বে ওই পুরুষের দিকেই যাবে। মহিলার নাচের চালগুলি কিছুটা অদ্ভুত কিন্তু হাস্যকর উপায়ে অনুকরণ করার চেষ্টা করছে ওই ব্য়ক্তি। এই ভিডিও ভাইরাল হওয়ার পর টুইটারে মজার মজার কমেন্টের বন্যা বইছে। একজন ব্যবহারকারী লিখেছেন, 'হাহাহা। সত্যি সত্যি থাকলে সেখানে হাসতে হাসতে মরে যেতাম...' 'কারা এরা? এটি প্রমাণ করে যে মুম্বইবাসীর হাতে প্রচুর সময়..', অন্য একজন ব্যবহারকারী লিখেছেন। অন্য একজন বলেন, 'কোনও সন্দেহ নেই যে সেরা নৃত্যশিল্পী সবসময় পিছনে পাওয়া যায়'।
আরও পড়ুন: মধুমিতাকে জড়িয়ে মদন! 'পাখি'র নতুন উড়ান নিয়ে ব্যাপক ট্রোল, নিশানায় বিধায়কও
ভিডিওতে ২৫০হাজার ভিউ দেখা গিয়েছে। লোকটির অদ্ভুত নাচই তবে আকর্ষণের কেন্দ্রে।