'তালি'তে সুস্মিতার জায়গায় গৌরী? সিনেমায় রূপান্তরকামীর ভূমিকা নিয়ে সরব অভিনেত্রী

Last Updated:

Sushmita Sen : অনেক ট্রান্সজেন্ডার অভিনেতা আছেন যাঁদের এই প্রজেক্টে দেখা যাবে। যাঁদের একটি পুঙ্খানুপুঙ্খ অডিশন প্রক্রিয়ার পর বাছাই করা হয়েছে

#মুম্বই: ট্রান্সজেন্ডার অ্যাক্টিভিস্ট গৌরী সাওয়ান্তের জীবনীতে সুস্মিতা সেন অভিনয় করবেন, এটা পুরো সম্প্রদায়ের জন্য একটি বড় বিজয়। এই সপ্তাহের শুরুতে, সেন তাঁর আসন্ন ওয়েব প্রজেক্ট 'তালি'র প্রথম লুক শেয়ার করেছিলেন ইনস্টাগ্রামে। ইতিবাচক প্রতিক্রিয়া আসে অনেক। পাশাপাশি, ফের কেন কোনও ট্রান্সজেন্ডারকে এই চরিত্রের জন্য় ভাবা হল না, তা নিয়ে প্রশ্ন করেছেন অনেকে।
advertisement
advertisement
সাওয়ান্ত জানান, “প্রথমে, আমি এটা পরিষ্কার করতে চাই যে অনেক ট্রান্সজেন্ডার অভিনেতা আছেন যাঁদের এই প্রজেক্টে দেখা যাবে। যাঁদের একটি পুঙ্খানুপুঙ্খ অডিশন প্রক্রিয়ার পর বাছাই করা হয়েছে। আমিও এই প্রজেক্টের সঙ্গে যুক্ত রয়েছি। অভিনেত্রী হিসেবে নয়, অন্য় একভাবে। সুতরাং, এটা নয় যে শুধু সুস্মিতাই এই প্রজেক্টে অভিনয় করছেন”।
advertisement
তিনি আরও বলেন, “সম্প্রদায়ের বেশিরভাগই নারী হতে চেয়েছিলেন এবং সেই কারণেই আমরা শাড়ি পরার সিদ্ধান্ত নিয়েছি। এখন, এটি আমাদের জন্য সম্মানের চিহ্ন যে একজন পুরুষ অভিনেতার পরিবর্তে একজন মহিলা অভিনেতা ভূমিকা পালন করছেন, যা আমরা অতীতে ঘটতে দেখেছি”।
advertisement
সুস্মিতার মতো বিশ্ববিখ্যাত তারকা তাঁর জীবনকে বড় পর্দায় তুলে ধরবেন শুনে আনন্দে আত্মহারা গৌরী। মনে করছেন, তাঁর লড়াই সার্থক। তাঁর গোষ্ঠীর বাকি সদস্যদের কাছেও ‘তালি’ এক বড় জয়!
বাংলা খবর/ খবর/বিনোদন/
'তালি'তে সুস্মিতার জায়গায় গৌরী? সিনেমায় রূপান্তরকামীর ভূমিকা নিয়ে সরব অভিনেত্রী
Next Article
advertisement
মিজোরামের মানুষের জন্য ঐতিহাসিক দিন, আইজল ভারতের রেল মানচিত্রে যুক্ত হল!
মিজোরামের মানুষের জন্য ঐতিহাসিক দিন, আইজল ভারতের রেল মানচিত্রে যুক্ত হল!
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ মিজোরামের আইজলে ৯,০০০ কোটি টাকারও অধিক মূল্যের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

VIEW MORE
advertisement
advertisement