বলিউডের সেলেব থেকে আম-আদমি, কে না এই গানে রিল বানিয়েছে এবং শেয়ার করেছে। কিছুদিন আগে রাণু মণ্ডলের গলাতেও এই গান ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এবার সেই গানটিই এক ব্যক্তি গাইতে গিয়ে যা কাণ্ড করলেন, তাতে ভাইরাল হয়েছে সেই ভিডিও (Viral Video | Manike Mage Hithe)। গিদ্দা কোম্পানি নামে এক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এই ভিডিওটি পোস্ট করা হয়েছে (Viral Video | Manike Mage Hithe)। এবং খুব অল্প সময়ের মধ্যেই নেটিজেনের নজর কেড়েছে ভিডিওটি।
advertisement
মানিকে মাগে হিথে গাইতে গিয়ে একেবারেই পারছেন না ওই ব্যক্তি। ভিডিওতে তাঁর গানটি গাওয়ার প্রচেষ্টা স্বাভাবিক ভাবেই আপনাকে হাসাতে বাধ্য। তাঁর গানের কোনও শব্দ বোঝা যাচ্ছে না। তিনি নিজেও সিংহলি গানটি একদম বুঝতে পারেননি। ফলে কোনও শব্দও ধরতে পারছেন না। ভিডিওটি আপনাকে কয়েক মুহূর্তের জন্য নির্মল আনন্দ দেবে সহজেই। ইনস্টাগ্রামে শেয়ার করে এই ভিডিওতে ক্যাপশন দেওয়া হয়েছে, 'রাণু মণ্ডলের পর এবার এল নতুন খোঁজ।'
আরও পড়ুন: এবার হিন্দি গান গেয়ে ফের ভাইরাল 'মানিকে মাগে হিতে' গায়িকা ইয়োহানি, শুনেছেন?
আরও পড়ুন: আসল 'মানিকে মাগে হিতে'-র চেয়েও নাকি বেশি সুন্দর এই মার্কিনি ভার্সন, শুনেছেন?
ইতিমধ্যেই ইয়োহানি বলিউডে গান গেয়েছেন। তাঁর গানের বিভিন্ন ভার্সানও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মার্কিন গায়ক এরিক হেনরি হেইনরিচস নিজের মতো করে মানিকে মাগে হিথে গানটিকে গেয়েছেন। ইংরেজি শব্দের মেলবন্ধনে গানটির একটি নতুন রূপ দিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই সেটি ভাইরাল হয়েছিল। অনেকেই আসল গানের চেয়েও এই গানটি বেশি শ্রুতিমধুর বলে দাবি করেছিলেন।
