TRENDING:

Viral Video-Elephant: মৃত্যু-ভয় ভুলে জংলি হাতিকে স্নান করায় যুবক! ভাইরাল ভিডিও! কে এই যুবক? জানলে অবাক হবেন

Last Updated:

Viral Video-Elephant: দিন কয়েক ধরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় হাতিকে স্নান করানোর একটি ভিডিও। নিজের প্রাণের ভয় না করে হাতিটিকে গরমের হাত থেকে বাঁচায় যুবক! কে এই যুবক? জানুন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঝাড়গ্রাম: মনে বেশ ভয় ছিল। তবে অসহায়তা দেখতে পারেনি সে। হাতি দেখতে গিয়ে প্রচন্ড রোদে একটি পূর্ণবয়স্ক জঙ্গলের হাতিকে অসুস্থবোধ করতে দেখে খালে নেমে জল দিয়ে হাতটিকে স্নান করাল এক যুবক। আর এই ভিডিওই সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল। যুবকের এই কৃতিত্বকে সাধুবাদ জানিয়েছেন সকলে। যখন বনের হাতিকে উত্ত্যক্ত করার ছবি সামনে আসে তখন জঙ্গলমহলের এই যুবকের চিন্তা-ভাবনা ও মানসিকতাকে কুর্নিশ।
advertisement

প্রায় সপ্তাহখানেক ধরেই বিভিন্ন সামাজিক মাধ্যমে একটি ভিডিও ক্রমশ ভাইরাল হচ্ছে। একটি যুবক মনে সাহস নিয়ে এক হাতিকে স্নান করিয়ে দিচ্ছে। কালভার্টের নিচ থেকে বালতিতে করে জল নিয়ে হাতির গায়ে ছিটিয়ে স্নান করিয়ে দিচ্ছে যুবক। আক্রমণ করা তো দূর, শুঁড়, মাথা, কান নাড়িয়ে বেশ আনন্দে স্নান করছে জংলি হাতিটি। এটি চিড়িয়াখানা কিংবা কোনও ব্যক্তির পোষ মানানো হাতি নয়। এটি জঙ্গলমহলের একটি জংলি হাতি। তবে তার দাঁত না থাকায় জঙ্গলমহলের মানুষ ভালবেসে নাম দিয়েছে ফোগলা। হাতির প্রতি যুবকের ভালবাসা, সামাজিক মাধ্যমে ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে হাতিকে স্নান করানোর এই ভিডিও। তবে জানা গিয়েছে এই ভিডিও এপ্রিলের প্রথমদিকের।

advertisement

আরও পড়ুন: পোজ দিতে ব্যস্ত শিল্পা! সেখানেই কাণ্ড ঘটালেন ঋতুপর্ণা! একী করলেন বলি-পাপারাৎজিরা? তুমুল ভাইরাল ভিডিও

স্থানীয় সূত্রে খবর, খাবারের সন্ধানে হাতিটি জঙ্গল থেকে লোকালয়ে চলে আসে। গ্রামের মানুষ তাই হাতিটিকে জঙ্গলে পাঠানোর চেষ্টা করে। তবে প্রখর রৌদ্রতাপে হাতিটি ক্রমশ হাঁপিয়ে উঠেছিল। স্বাভাবিকভাবে একটি কালভার্টের উপর দাঁড়িয়ে শুঁড় দিয়ে কালভার্টের নিচে থাকা জল তোলার চেষ্টা করছিল ফোগলা নামে এই হাতিটি। তবে তা সম্ভব হয়নি। হাতি দেখতে যাওয়া এই যুবকটি মনে ভয় রেখে হাতিটিকে সাহায্য করতে এগিয়ে আসে। পাশের বাড়ি থেকে একটি বালতি এনে, কালভার্টে নিচ থেকে জল তুলে ছিটিয়ে দেয় হাতির দিকে। আর এই ভিডিও মোবাইলে ক্যামেরা বন্দী হতেই মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

advertisement

View More

তবে কে এই যুবক, জানেন? এই ঘটনাটি ঘটেছে সাঁকরাইল ব্লকের গোপালপুর এলাকায়। যে যুবকটি সাহস নিয়ে হাতিটিকে স্নান করিয়ে দিয়েছে তার নাম নিতাই সিং, বয়স ২৪ বছর। বাড়ি ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল এর কুলঘাগরি এলাকায়।উচ্চ মাধ্যমিক পাস এই যুবক। বাড়িতে বাবা, মা, ভাই ও নিতাই এর সংসার। বাবা নন্দ সিং সামান্য দিনমজুরের কাজ করেন, ভাই গাড়ি চালান। তবে হাতি দেখতে গিয়ে যুবকের সাহসিকতা ও মানবিকতাকে কুর্নিশে জানিয়েছেন সকলে। নিতাই বলেন, ভয় লেগেছিল তবে হাতিটির করুন অবস্থা দেখে তাকে স্নান করিয়ে দেই। তবে সে কোনও আক্রমণ করেনি। স্নান করানো শেষে অবশ্য জঙ্গলে ফিরে গিয়েছে হাতিটি। তবে নিতাই এর বক্তব্য, হাতিকে উত্ত্যক্ত করা নয় সকলেই যেন সাহায্য করে বন্যপ্রাণকে। জঙ্গলমহলের বছর ২৪ এর এই যুবকের মানবিকতা ও মানসিকতাকে ধন্যবাদ জানিয়েছেন পশু-প্রেমী থেকে সকলে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
যা নেবেন মাত্র ৫ টাকা! বিজয়ার মিষ্টির সাবেকি স্বাদ পেতে হলে যেতে হবে এখানে, কোথায় জানেন
আরও দেখুন

রঞ্জন চন্দ

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video-Elephant: মৃত্যু-ভয় ভুলে জংলি হাতিকে স্নান করায় যুবক! ভাইরাল ভিডিও! কে এই যুবক? জানলে অবাক হবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল