TRENDING:

Viral Video: এমন টোটো কেউ দেখেনি! টোটো চালকের কাণ্ড দেখুন! তুমুল ভাইরাল ভিডিও

Last Updated:

Viral Video: সাধারণ টোটো চালক দারুণ ভাইরাল জেলায়। কী করেছেন তিনি? জানলে অবাক হয়ে যাবেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহার: বর্তমান সময়ে টোটোর নাম শোনেননি এবং টোটোতে চড়েননি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। বাড়ি থেকে বেরিয়ে নিজের গন্তব্যস্থলে যাওয়ার জন্য অনেকের ভরসা এখন টোটো। বর্তমান সময়ে অনেকেই এই টোটো চালিয়ে উপার্জনের একটি পথ দেখছেন। তবে জেলা কোচবিহারের এক গ্রামীণ এলাকার টোটো চালক অবাক করে দিয়েছেন সকলকে। তাঁর ইঞ্জিনিয়ারিং-এর প্রতিভা দেখে মুগ্ধ জেলাবাসী। তাই বর্তমান সময়ে এই সাধারণ টোটো চালক দারুণ ভাইরাল জেলায়। তিনি তাঁর নিজের টোটোর মধ্যে লাগিয়ে ফেলেছেন গাড়ির স্টিয়ারিং হুইল। তবে এখানেই শেষ নয়। এছাড়াও তিনি লাগিয়েছেন গাড়ির এক্সেলারেটর টোটোর মধ্যে।
advertisement

শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনটাই করে দেখিয়েছেন কোচবিহারের এই সাধারণ টোটো চালক। টোটো চালক পুসনাথ বর্মন জানান, “পুসনাথ বর্মন পেশায় একজন টোটো চালক হলেও তিনি নেশায় একজন ইঞ্জিনিয়ার। তাঁর তৈরি এই টোটো গাড়ি সাধারণ যেকোন টোটোর মতন নয়। তবে অন্যান্য সমস্ত টোটোর মতোই দেখতে তাঁর এই গাড়ি চলছে ব্যাটারিতে। নিজের দীর্ঘ সময়ের অভিজ্ঞতা থেকে তিনি এই গাড়িটি বানিয়েছেন। তাঁর দীর্ঘ প্রায় এক মাসের পরিশ্রমের পর এই সম্পূর্ণ বিষয়টি বানিয়ে নজর কেড়েছে সকলের। এই সুসজ্জিত গাড়ি দেখে অনেকেই এই গাড়িতে উঠে বসে দেখছেন তাঁর ইঞ্জিনিয়ারিং এর প্রতিভা। অনেকেই তাঁর প্রতিভা দেখে রীতিমত মুগ্ধ হচ্ছেন। বাহবাও দিচ্ছেন অনেক মানুষ।”

advertisement

আরও পড়ুন:  বিয়ের পিঁড়িতে ৭৫ বছরের বৃদ্ধ! নাতি নাতনিদের সামনে একী করলেন? ভাইরাল ভিডিও

তিনি আরও জানান, “ছোট বয়স থেকেই তাঁর এই ইঞ্জিনিয়ারিং বিষয়টি ভাল লাগে। সেই থেকেই এই বিষয়টি তাঁর মাথায় আসে। মূলত টোটো চালাতে হাতে পিঠে ব্যথা হয়ে যায়। তবে তাঁর এই টোটো দীর্ঘ সময় চালানোর পরেও কোন সমস্যা হয়না শরীরে। তাই তিনি এই বিষয়টি বানিয়েছেন।” টোটোর এক যাত্রী তপন কিন্নর জানান, “অদ্ভুত এই ইঞ্জিনিয়ারিং দেখে সকলেই মুগ্ধ হন এটুকু নিশ্চিত। তবে একজন সাধারণ টোটো চালক এত ভাল মানের কাজ করতে পারেন এটা ভাবেই যায় না।” তবে বর্তমান সময়ে জেলার বুকে রীতিমতো ভাইরাল এই গ্রামীন টোটো ওয়ালা। সকাল-দুপুর-রাত্রি তিন বেলাতেই তার টোটো চোখে পড়বে রাস্তার মধ্যে। হাসি মুখে তিনি যাত্রী নিয়ে ছুটে চলেছেন প্রতিনিয়ত।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
বানাবার ঝক্কি শেষ, নাড়ু এবার মিলছে বাজারেই! ১০ পিস নারকেল নাড়ুর দাম কত জানেন?
আরও দেখুন

Sarthak Pandit

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: এমন টোটো কেউ দেখেনি! টোটো চালকের কাণ্ড দেখুন! তুমুল ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল