Viral Video: বিয়ের পিঁড়িতে ৭৫ বছরের বৃদ্ধ! নাতি নাতনিদের সামনে একী করলেন? ভাইরাল ভিডিও

Last Updated:

Viral Video: ভালবাসা দিবসের আগে তুমুল প্রেম! দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে ৭৫-এর বৃদ্ধ! দাদুর বিয়ে বলে কথা? বিয়ের ভিডিও তুমুল ভাইরাল

+
title=

বাঁকুড়া: প্রেমে পাগল বাঁকুড়া। ভ্যালেন্টাইন্স ডে’র ঠিক আগে গভীর প্রেমে মজেছেন বাঁকুড়ার আর এক বর্ষীয়ান যুগল। ৫০ বছর সুখের দাম্পত্য জীবনের পর আবারও বিয়ে! এই কাজ করলেন বাঁকুড়া শহরের ৭৫ বছর বয়সী নন্দ গড়াই। নন্দ গড়াই বিয়ে করলেন বেলা গড়াইকে। বিয়ে বলে বিয়ে! গায়ে হলুদ থেকে শুরু করে বরযাত্রী পর্যন্ত। তারপর শুভ দৃষ্টি, মালাবদল, সিঁদুর দান। সঙ্গে বর নন্দ গড়াই এর নিজের স্ত্রীকে দ্বিতীয়বার বিয়ে করার আনন্দে নাচ।
বিবাহ বিচ্ছেদ, অন্তর কলহ এবং পরকীয়ার সমাজে ৫০ বছর পর আবারও নিজের বউকে আতশবাজি ফাটিয়ে, ডিজে বাজিয়ে এবং ভুরিভোজ সহকারে বিয়ে করে সমাজকে নতুন ভালবাসার বার্তা দিলেন বাঁকুড়ার কেরানিবাঁধের বর্ষীয়ান যুগল নন্দ গড়াই এবং বেলা গড়াই। বিয়ে করার পর নন্দ গড়াই জানান, “হ্যাঁ দারুণ লাগছে। আমার নাতি পুতি, ছেলে মেয়ে নিয়ে সুখের সংসার। পুরোনো বিয়ের ছবি মনে পরে যাচ্ছে।”
advertisement
advertisement
বিয়ের সানাই পৌঁছে গেছে নতুন প্রজন্মের কানেও। তারা আগে দেখেনি এমন ভালোবাসার উদযাপন। ৭৫ বছরের বর নাচতে নাচতে বিবাহিত স্ত্রীকে আবারও একবার বিয়ে করতে আসছেন, সত্যিই এই দৃশ্য নতুন যুগলদের কাছে অনুপ্রেরণার হতেই পারে। বিয়েতে উপস্থিত নন্দ গড়াইয়ের নাতনি আমিশা খাঁ বলেন, “৫০ বছর একসঙ্গে রয়েছে সেটা ভাবাই যায় না। আজও নববধূর সাজে বিয়ে হল। অত্যন্ত এক্সাইটিং।”
advertisement
পরিবারের পক্ষ থেকে ভ্যালেন্টাইন্স ডের আগে এটি একটি ছোট্ট উপহার, এমনটাই বলছেন পরিবারের সদস্যরা। তবে সেই ছোট্ট উপহারের ধামাকার আওয়াজ পৌঁছে গেছে বাঁকুড়ার দিকে দিকে। ৫০ বছর এক সঙ্গে পথচলা সহজ কথা নয়। সেই কারণেই ৫০ বছরের পুরনো স্মৃতিগুলি আবারও নতুন করে রিমেক করা হল। ঠিক যেমনটা সিনেমার রিমেক হয়। পরিবারের সদস্য কবিতা গড়াই জানান, “ভ্যালেন্টাইন্স ডের আগে পরিবারের তরফ থেকে একটা ছোট্ট উপহার এই বিয়ে।” রাত পোহালেই “ভ্যালেন্টাইন্স ডে” এবং সরস্বতী পুজো। তার আগে এই দৃষ্টান্তমূলক বিবাহ বার্ষিকী উদযাপন হয়তো বহু মানুষের আগামী বছরের উইস লিস্টে জায়গা করে নেবে।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: বিয়ের পিঁড়িতে ৭৫ বছরের বৃদ্ধ! নাতি নাতনিদের সামনে একী করলেন? ভাইরাল ভিডিও
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement