তবে পথে তাঁরা পেয়েছিলেন এক পথকুকুরকে। কালু নামের ওই পথ কুকুর হৃষিকেশ থেকে সঙ্গী হয়েছিল তাঁদের। কালুকে নিয়েই কেদারনাথ দর্শন করেন তাঁরা। সেই ছবি নেট মাধ্যমে রাতারাতি ভাইরাল হয়ে যায়। যদিও কালুকে বাড়িতে আনতে পারেননি তাঁরা। পথের অতিথি পথেই আবার হারিয়ে যায়। সেজন্য মন খারাপ তাদের।
আরও পড়ুন: শীত ভুলে যান! এল নিনোর প্রভাবে গোটা আবহাওয়া বদলে যাবে! গরম-বৃষ্টি, একেবারে যা তা ঘটতে চলেছে
advertisement
পথে একাধিক ছোট বাধা এসেছিল ওই যুবকদের। তবে তাঁদের উদ্যমের কাছে সেই বাঁধা হার মানে। সমস্ত বাঁধা বিপত্তি কাটিয়ে ফিরে এসে এক অন্য জগৎকে উপলব্ধি করেছেন তাঁরা। বাড়িতে ফিরে আসার পর তাঁদের পরিচিতি ছড়িয়েছিল বহুদুর। বাড়ি ফেরার সময় এলাকার লোকজন তাকে ফুলের মালা গলায় দিয়ে সংবর্ধনা জানায়। প্রায় ২৭ দিন সময় লেগেছিল কেদারনাথ পৌছাতে। খরচ হয়েছিল প্রায় ১৪ হাজার টাকা। ভবিষ্যতে সাইকেলে করে ভারত ভ্রমণের পরিকল্পনা করছেন বলে জানিয়েছেন তাঁরা।
নবাব মল্লিক