El Nino-Weather Updates: শীত ভুলে যান! এল নিনোর প্রভাবে গোটা আবহাওয়া বদলে যাবে! গরম-বৃষ্টি, একেবারে যা তা ঘটতে চলেছে

Last Updated:
El Nino-Weather Updates: এমন আবহাওয়া পাল্লায় আগে পড়েননি! সব বদলে দেবে এল নিনো! কোথায় শীত? জানুন
1/8
 নভেম্বর মানেই কনকনে ঠান্ডা! এমনটাই ছিল কয়েক বছর আগেও। কিন্তু এখন গোটা আবহাওয়ার চিত্রটাই বদলে গেছে। গরমেও চালাতে হয় পাখা। তবে এবছর এক বিশেষ কারণে শীতের বারোটা বাজল বলে। নভেম্বর মাসে এবার 'এল নিনো'র প্রভাব পড়বে। যার ফলে বেড়ে যাবে তাপমাত্রা! photo source collected
নভেম্বর মানেই কনকনে ঠান্ডা! এমনটাই ছিল কয়েক বছর আগেও। কিন্তু এখন গোটা আবহাওয়ার চিত্রটাই বদলে গেছে। গরমেও চালাতে হয় পাখা। তবে এবছর এক বিশেষ কারণে শীতের বারোটা বাজল বলে। নভেম্বর মাসে এবার 'এল নিনো'র প্রভাব পড়বে। যার ফলে বেড়ে যাবে তাপমাত্রা! photo source collected
advertisement
2/8
ভারত মহাসাগরে ধীরে ধীরে শক্তি বাড়াচ্ছে এই এল নিনো। যার ফলে শুধু দিনে নয় রাতেও তাপমাত্রা বাড়বে। কমার সম্ভাবনা খুব কম। কেন্দ্রীয় মৌসম ভবনের আবহাওয়া আপডেট এমনটাই জানাচ্ছে। photo source collected
ভারত মহাসাগরে ধীরে ধীরে শক্তি বাড়াচ্ছে এই এল নিনো। যার ফলে শুধু দিনে নয় রাতেও তাপমাত্রা বাড়বে। কমার সম্ভাবনা খুব কম। কেন্দ্রীয় মৌসম ভবনের আবহাওয়া আপডেট এমনটাই জানাচ্ছে। photo source collected
advertisement
3/8
অন্যদিকে ১৯০১ সালের পর সব থেকে বেশি গরম থাকবে এবছরের নভেম্বর মাসে। এমনটাই জানা যাচ্ছে। photo source collected
অন্যদিকে ১৯০১ সালের পর সব থেকে বেশি গরম থাকবে এবছরের নভেম্বর মাসে। এমনটাই জানা যাচ্ছে। photo source collected
advertisement
4/8
ভারতের উত্তরে তাপমাত্রা স্বাভাবিক থাকবে বলেই মনে করা হচ্ছে। মধ্য ভারতেও প্রভাব কম থাকবে। তবে রাতের দিকে সব জায়গাতেই তাপমাত্রা খুব বেশি কমবে না। অতএব শীত নেই।photo source collected
ভারতের উত্তরে তাপমাত্রা স্বাভাবিক থাকবে বলেই মনে করা হচ্ছে। মধ্য ভারতেও প্রভাব কম থাকবে। তবে রাতের দিকে সব জায়গাতেই তাপমাত্রা খুব বেশি কমবে না। অতএব শীত নেই।photo source collected
advertisement
5/8
অন্যদিকে আইএমডি চিফ ডাক্তার এম মালহোত্রা জানিয়েছেন, " আবহাওয়া বদলের এই কারণ সাধারণত এল নিনোর কারণেই হচ্ছে। তবে এর কতটা প্রভাব পড়তে পারে তা এখুনি জানানো যাচ্ছে না।"photo source collected
অন্যদিকে আইএমডি চিফ ডাক্তার এম মালহোত্রা জানিয়েছেন, " আবহাওয়া বদলের এই কারণ সাধারণত এল নিনোর কারণেই হচ্ছে। তবে এর কতটা প্রভাব পড়তে পারে তা এখুনি জানানো যাচ্ছে না।"photo source collected
advertisement
6/8
এল নিনোর প্রভাবে শীত বেশি না পড়লেও কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। গোটা ভারতেই এর প্রভাব পড়তে চলেছে। তবে বৃষ্টির পরিমাণ ভারী থেকে হালকা হতে পারে। photo source collected
এল নিনোর প্রভাবে শীত বেশি না পড়লেও কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। গোটা ভারতেই এর প্রভাব পড়তে চলেছে। তবে বৃষ্টির পরিমাণ ভারী থেকে হালকা হতে পারে। photo source collected
advertisement
7/8
উত্তর ভারত মহাসাগরের উষ্ণ তাপমাত্রা ইতিমধ্যে গত ১০ দিনে বঙ্গোপসাগর ও আরব সাগরে দুটি ঘূর্ণিঝড়কে তৈরি হলেও, কতটা শক্তিশালী হবে তা বোঝা না গেলেও আগামী দুই সপ্তাহের মধ্যে এর প্রভাবের কোনও সম্ভাবনা নেই!photo source collected
উত্তর ভারত মহাসাগরের উষ্ণ তাপমাত্রা ইতিমধ্যে গত ১০ দিনে বঙ্গোপসাগর ও আরব সাগরে দুটি ঘূর্ণিঝড়কে তৈরি হলেও, কতটা শক্তিশালী হবে তা বোঝা না গেলেও আগামী দুই সপ্তাহের মধ্যে এর প্রভাবের কোনও সম্ভাবনা নেই!photo source collected
advertisement
8/8
তবে তামিলনাড়ু, কেরালা, কর্ণাটকের বেশ কিছু জায়গায় নভেম্বরের ৩ থেকে ৫ বৃষ্টির সম্ভাবনা! পরবর্তী মৌসুমী বায়ু প্রবেশের সময় পর্যন্ত এই অবস্থাই চলবে বলে জানিয়েছে আইএমডি৷ আর সেই কারণেই ভারতে মৌসুমী বায়ুর শক্তি অনেকটা কমবে, বৃষ্টি কম হবে ও খরা পরিস্থিতি তৈরি হতে পারে৷ photo source collected
তবে তামিলনাড়ু, কেরালা, কর্ণাটকের বেশ কিছু জায়গায় নভেম্বরের ৩ থেকে ৫ বৃষ্টির সম্ভাবনা! পরবর্তী মৌসুমী বায়ু প্রবেশের সময় পর্যন্ত এই অবস্থাই চলবে বলে জানিয়েছে আইএমডি৷ আর সেই কারণেই ভারতে মৌসুমী বায়ুর শক্তি অনেকটা কমবে, বৃষ্টি কম হবে ও খরা পরিস্থিতি তৈরি হতে পারে৷ photo source collected
advertisement
advertisement
advertisement