TRENDING:

Viral Tea: 'আমরা কি চা খাব না?' এটাই চায়ের দোকানের নাম! ভিড় সামলানো যাচ্ছে না! তুমুল ভাইরাল

Last Updated:

Viral Tea: 'আমরা কি চা খাব না?' দোকানে ভিড় সামলানো মুশকিল হয়ে যাচ্ছে! লকডাউনে ব্যবসা শুরু! এখন তুমুল ভাইরাল

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার: সাত রকমের চা তৈরি করে কালচিনিবাসীর মন জয় করেছেন দীপঙ্কর সরকার।চায়ের দোকানের নাম “আমরা কি চা খাব না”।কালচিনির হ‍্যামিল্টনগঞ্জ এলাকায় জনপ্রিয় হয়ে উঠেছে দোকানটি।দোকানের সাজসজ্জা ছিমছাম। সবুজ নেট দিয়ে চারপাশ ঘেরা।দোকানের নাম সহ অন‍্যান‍্য সাজসজ্জায় ব‍্যবহৃত হয়েছে থার্মকল। সকাল থেকে সন্ধ‍্যা এই দোকানেই আড্ডা বেশি জমান যুবক,যুবতীরা।
advertisement

দীপঙ্কর সরকার জানিয়েছেন লকডাউনের পর থেকে চা বানিয়ে তিনি রোজগার করছেন।এই চায়ের দোকানের পাশাপাশি তাঁর ছোট গালা মালের দোকান রয়েছে।লকডাউন তার পেশা বদলে দিয়েছে।লকডাউনের আগে গাড়ির ব‍্যবসা ছিল তাঁর। কিন্তু অর্থাভাবে গাড়িগুলি বেঁচে দিতে হয় তাঁকে।তারপর থেকে চা তৈরির কাজ শুরু করেন তিনি।

আরও পড়ুন:  ধনতেরসে রাশি মিলিয়ে জানুন আপনার শুভ রঙ! এই জিনিস কেনার আগে অবশ্যই জানুন জ্যোতিষীর মত! ভাগ্যে শুধুই ধনবর্ষা!

advertisement

দীপঙ্কর সরকার জানান, “গালা মালের দোকানের পাশাপাশি চা বানাতাম। ভাল লাগে চা বানাতে।এই পেশায় নিযুক্ত হয়ে যাব ভাবিনি।যারা চা খেতে আসত তারাই বলেছিল আলাদা করে চায়ের দোকান দিতে। এখন দোকানে সাত রকমের চা তৈরি করি।সঙ্গে থাকে নানান রকমের বিস্কুট।”

View More

আরও পড়ুন: পেয়ারা পাতার গুণ জানেন? ডায়াবেটিস থেকে ত্বক! সব সমস্যার সমাধান! জানুন পদ্ধতি

advertisement

সাত রকমের চায়ের মধ‍্যে বেশি জনপ্রিয় মালাই কেশর টি,রোজ টি। ১০ টাকা থেকে শুরু করে ৫০ টাকা পর্যন্ত রয়েছে চা।এই দোকানের চা খেতে আলিপুরদুয়ার শহরের মানুষ এসেও ভিড় জমান।সন্ধ‍্যাবেলায় পা রাখার জায়গা মেলে না এই দোকানে।পরবর্তীতে আরও নানান ধরনের চা তৈরির ইচ্ছে রয়েছে দীপঙ্কর সরকারের।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Annanya Dey

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Tea: 'আমরা কি চা খাব না?' এটাই চায়ের দোকানের নাম! ভিড় সামলানো যাচ্ছে না! তুমুল ভাইরাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল