Dhanteras 2023-Lucky Zodiac Sign: ধনতেরসে রাশি মিলিয়ে জানুন আপনার শুভ রঙ! এই জিনিস কেনার আগে অবশ্যই জানুন জ্যোতিষীর মত! ভাগ্যে শুধুই ধনবর্ষা!
- Published by:Piya Banerjee
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Dhanteras 2023-Lucky Zodiac Sign: দেওঘরের প্রসিদ্ধ জ্যোতিষী পণ্ডিত নন্দকিশোর মুদগল জানাচ্ছেন যে, শুভ সময় যেমন আছে, তেমনই শুভ রঙও রয়েছে। ধনতেরসের সময়ে নিজের রাশি অনুযায়ী শুভ রঙের এই বিশেষ জিনিস কিনুন!
গুরুত্বপূর্ণ কিছু কেনার আগে আমরা শুভ সময়, শুভ ক্ষণ এবং গ্রহ-নক্ষত্রের অবস্থান প্রভৃতি বিবেচনা করে থাকি। এমনকী কেনাকাটা করার জন্য মানুষ সারা বছর ধরে ধনতেরসের দিনটির জন্য অপেক্ষা করে থাকে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, ধনতেরসের দিনে সোনা, রুপো, গাড়ি ইত্যাদি কেনা হলে মা লক্ষ্মী তুষ্ট হন এবং গ্রাহকের উপর আশীর্বাদ বর্ষণ করেন। দেওঘরের প্রসিদ্ধ জ্যোতিষী পণ্ডিত নন্দকিশোর মুদগল জানাচ্ছেন যে, শুভ সময় যেমন আছে, তেমনই শুভ রঙও রয়েছে। ধনতেরসের সময়ে নিজের রাশি অনুযায়ী শুভ রঙের যানবাহন কিনতে পারেন। photo source collected
advertisement
জ্যোতিষী পণ্ডিত নন্দকিশোর মুদগল বলেন যে, যানবাহন, সোনা-রুপো ইত্যাদি কেনার জন্য বছরের সবথেকে শুভ দিন হল ধনতেরস। ফলে গ্রাহকরা সারা বছর ধরে এই দিনটার জন্য অপেক্ষা করে থাকেন। এই সময়ে কেউ যদি গাড়ি কেনেন, তাহলে তাঁর জন্মকুণ্ডলীতে গ্রহের গতিবিধি ভাল থাকতে হবে। এমনকী মনে করা হয় যে, গাড়ি কেনার জন্য শুক্র গ্রহ এবং শনি গ্রহ ভাল অবস্থানে থাকা আবশ্যক। তাই ধনতেরসের দিনে নিজের রাশি অনুযায়ী শুভ রঙ মাথায় রাখতে হবে। চলতি বছরে ধনতেরস পড়েছে আগামী ১০ নভেম্বর, ২০২৩ তারিখে।photo source collected
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement