আসলে দিন যত গড়াচ্ছে, তাঁদের ভালবাসার সম্পর্কও গভীরতা লাভ করেছে। আর সেটার দৃষ্টান্তই ছড়িয়ে রয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে ইতিমধ্যেই জাহির ইকবালের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আসলে সেই ভিডিও-য় দেখা গিয়েছে যে, সোনাক্ষী সিনহার সঙ্গে তিনি এমন কিছু করেছেন, যার জেরে অভিনেত্রী কার্যত ধৈর্য হারিয়ে ফেলেছেন।
advertisement
ইনস্টাগ্রামে একটি ভিডিও ভাগ করে নিয়েছে সোনাক্ষী সিনহা। যেখানে দেখা যাচ্ছে যে, জাহিরের সঙ্গে একটি উড়ানের মধ্যে রয়েছেন অভিনেত্রী।
বেশ আরামের ভঙ্গিতেই দেখা যাচ্ছে তাঁকে। কিন্তু তাঁকে ক্রমাগত বিরক্ত করতে দেখা যায় স্বামী জাহির ইকবালকে। আর তাতে বেজায় বিরক্ত হতে থাকেন সোনাক্ষী। কিন্তু তা সত্ত্বেও নিজের হাসি চেপে রাখতে পারেননি তিনি। স্বামীর কার্যকলাপ নিয়ে মন্তব্য করে সোনাক্ষী বলেন যে, “আপনি যখন এমন একজনকে বিয়ে করেন, যিনি আপনাকে বিরক্ত করার মাধ্যমেই নিজের ভালবাসা প্রকাশ করেন।”
ওই ভিডিও-য় সোনাক্ষী সিনহা আর জাহির ইকবালের রসায়নের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন তাঁদের ভক্তরা। ভিডিও-র শুরুতে দেখা যায় যে, চোখ বুজে বিশ্রাম নিচ্ছেন সোনাক্ষী। চোখে তাঁর মাস্ক পরা। এবার স্ত্রীর দিকে ঝুঁকে তাঁর চোখ থেকে মাস্ক খোলার চেষ্টা করছেন জাহির। রীতিমতো বিরক্ত হয়ে জেগে যান সোনাক্ষী। এরপরেই রীতিমতো অট্টহাসিতে ফেটে পড়েন অভিনেত্রী। এরপর দেখা যায় যে, আবার মাস্কটিকে সঠিক জায়গায় রেখে দেন সোনাক্ষী। সেই সঙ্গে জাহিরের কাঁধ চাপড়ে দেন তিনি।
নীল আর সাদা কুর্তায় সুন্দর দেখাচ্ছিল সোনাক্ষীকে। হালকা ছিমছাম ছিল তাঁর মেক-আপ আর তাঁর চুল ছিল খোলা। অন্যদিকে কালো টি-শার্টে দারুণ দেখাচ্ছিল জাহিরকেও। সোনাক্ষী আর জাহিরের খুনসুটির ওই ভিডিওটির কমেন্ট বক্স ভরে উঠেছে নেটিজেনদের মন্তব্যে। এক ব্যবহারকারী লিখেছেন যে, “কেবলমাত্র আপনারা দুজনকে দেখলেই আজকাল আমার মন ভাল হয়ে যায়।” অন্য এক ব্যবহারকারী আবার বলেন, “শেষের ওই চাপড়টা। আমি বিষয়টার সঙ্গে মিল খুঁজে পাই।” তৃতীয় এক নেটিজেন লিখেছেন, “আপনাদের দু’জনের জুটি সত্যিই খুব সুন্দর।”