লন্ডনে একটা ফোন কল করার মতো টাকা ছিল না রতন টাটার হাতে, তারপর যা ঘটল…! চমকে গিয়েছিলেন অমিতাভ বচ্চনও
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
কেবিসি ১৬-র প্রোমো ভিডিও-য় অমিতাভকে বলতে শোনা গিয়েছে যে, “কী দারুণ মানুষ ছিলেন উনি। আমি সেটা বলতে পারব না! সত্যিই খুবই সরল-সাধারণ ছিলেন মানুষটা!”
সম্প্রতি প্রয়াত হয়েছেন রতন টাটা। আর তাঁর সঙ্গে কাটানো কিছু মুহূর্তের কথা ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৬’-র মঞ্চে ভাগ করে নিলেন বলিউডের সুপারস্টার অমিতাভ বচ্চন। তিনি বলেন যে, একবার বিনা দ্বিধায় তাঁর কাছ থেকে টাকা চেয়েছিলেন রতন টাটা। আর রতন টাটার এহেন সারল্যে যারপরনাই মুগ্ধ হয়েছিলেন বলিউড সুপারস্টার। সেই গল্পটাই তিনি তুলে ধরেছেন বোমান ইরানি এবং ফারাহ খানের সামনে।
advertisement
advertisement
আসলে লন্ডনে রতন টাটার সঙ্গে সময় কাটানোর সুযোগ পেয়েছেন বলিউডের শাহেনশাহ। অমিতাভের বক্তব্য, প্রত্যেকটা পরিস্থিতিতে রতন টাটার ব্যক্তিত্বের প্রতিফলন ঘটত। অমিতাভ বলেন যে, “একবার আমরা একই উড়ানে ছিলাম। আমরা পৌঁছেছিলাম হিথরো বিমানবন্দরে। যাঁরা তাঁকে নিতে এসেছিলেন, তাঁদের সেখানে দেখা যাচ্ছিল না। অন্য কোথাও ছিলেন হয়তো। আমিও বাইরে দাঁড়িয়েছিলাম। আমি ওঁকে দাঁড়িয়ে থাকতে দেখে একটি ফোন বুথে গিয়েছিলাম কল করার জন্য।”
advertisement
advertisement
দেশের এত বড় ব্যবসায়ীর এহেন সারল্য দেখে রীতিমতো চমকে গিয়েছিলেন অমিতাভ। শুধু অমিতাভের উপরেই নয়, দেশের বহু মানুষের জীবনেই গভীর প্রভাব ফেলেছেন রতন টাটা। তাঁর নম্র আচরণের কথা ব্যবসায়িক জগতের বাইরের মানুষেরও অজানা নয়। বরং তা ব্যবসায়িক দুনিয়াকে ছাড়িয়ে ব্যক্তিগত সম্পর্কেও প্রতিফলিত হয়েছে। প্রায় ২ দশক ধরে তিনি টাটা গ্রুপকে নেতৃত্ব দিয়েছেন।
advertisement