সকালের দিকে শিয়ালদহ মেট্রোর সামনে দিয়ে বউবাজারের দিকে চলে যাওয়া রাস্তায় ব্রিজের তলা অতিক্রম করলেই যে কেউ এক কথায় দেখিয়ে দেবে রাজুদার ফুটপাতের ছোট্ট জায়গাটি। ১৪ বছর ধরে যেখানে ঝড় জল বৃষ্টিতে লড়াই করে নিজের তৈরি পরোটা বিক্রি করেই আজ পরিবারের মুখে হাসি ফুটিয়ে, সমাজ মাধ্যমে ভাইরাল তিনি। তবে তার পুরো কৃতিত্বই তিনি দেন ফুড ব্লগার ইউটিউবারদের। তার মুখে, “এক প্লেটে তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা সেদ্ধ ডিম একটি আপেল পেঁয়াজ একটি কাঁচা লঙ্কা মাত্র ৩০ টাকায়, যাতে হবে না ট্রেনের টিকিট!” এই ডায়লগ জনপ্রিয়তা পায় ঝড়ের গতিতে। সোশ্যাল মিডিয়ায় রাজুদার পকেট পরোটা হয়ে ওঠে ট্রেন্ডিং। এরপরই, শাসক দলের বিধায়ক মদন মিত্রর সঙ্গে একই মঞ্চে দেখা যায় ভাইরাল রাজুদাকে।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
মদন মিত্রের সঙ্গে কথা হয় তার, মদন দাও তার পরোটা চেখে দেখেন। এখানেই শেষ নয়, ওয়েবসিরিজে জনপ্রিয়তা পাওয়া একেন বাবুর সঙ্গেও একটি শটে দেখা যায় গুমার ভাইরাল রাজু দাকে পরোটা বিক্রি করতে। এখন বিভিন্ন অনুষ্ঠান হোক বা প্রমোশন, রাজুদাকেই জনপ্রিয়তা পাওয়ার জন্য আঁকড়ে ধরতে চাইছেন অনেকে। তবে নিজের এই জনপ্রিয়তার পিছনে পরিবারের কৃতিত্বকেই সামনে রাখেন সাদামাটা পরোটা বিক্রেতা রাজু ঘোষ। সারারাত জেগে তৈরি করতে হয় পরোটা, তারপর ভোররাতে ট্রেনে চেপে শিয়ালদায় পাড়ি পেশার টানে। প্রতিদিনের এই হারভাঙা খাটুনিতে পরিবারই তার একমাত্র সঙ্গী। বাবা মা ও স্ত্রীকে নিয়েই গুমায় তার ছোট্ট সংসার।
আরও পড়ুন: বিয়ের মণ্ডপে পুরোহিতের প্রেমে পড়লেন কনে! বরের হল করুণ দশা! তুমুল ভাইরাল ভিডিও
ফুটপাতে পরোটা বিক্রি করে ১৪ বছরে যে জনপ্রিয়তা পেয়েছেন, আগামী দিনেও সেই কাজই ধরে রাখতে চান তিনি। এখনই নিজের দোকান বা অন্যত্র ব্যবসা করার ভাবনা চিন্তা নেই বলেও অকপট স্বীকারোক্তি পকেট পরোটা বিক্রি করে জনপ্রিয়তা পাওয়া রাজু ঘোষের। ভাইরাল হয়ে নিজে সেলিব্রেটির পর্যায়ে চলে গেলেও সাধারণ মানুষদের সঙ্গে এখনও মাটির মানুষ রাজু, কিছুটা লাজুক প্রকৃতির এই স্বভাবই যেন তার বিজনেসের ইউএসপি। পরোটা খেতে আসা ক্রেতারাই যেন তার আসল ভগবান।
Rudra Narayan Roy





