TRENDING:

Viral Matchstick Puzzle: মাত্র একটা দেশলাই কাঠি সরিয়ে করতে হবে ৮-৩= ৩! হাতে সময় ২০ সেকেন্ড

Last Updated:

Viral Brain Teaser: ৮ থেকে ৩ বিয়োগ করে উত্তর আনতে হবে ৩, শুধুমাত্র ১ টা দেশলাই কাঠি সরিয়ে। হাতে সময় মাত্র ২০ সেকেন্ড!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অঙ্কেতে মাথা যাঁদের চরম, তাঁদেরও এই পাজলের সমাধান করতে কালঘাম ছুটছে। এই ব্রেইন টিজার মূলত ধাঁধার এক জটিল সংস্করণ। এগুলি সমাধান করার সময় আপনাকে একটু ভিন্নভাবে ভাবতে ও বিশ্লেষণ করতে হবে। সমাধান করতে হলে সৃজনশীল মন ব্যবহার করতে হবে কারণ সহজ পথে এর উত্তর মেলা ভার। যেমন এই অঙ্ক! ৮ থেকে ৩ বিয়োগ করে উত্তর আনতে হবে ৩, শুধুমাত্র ১ টা দেশলাই কাঠি সরিয়ে। হাতে সময় মাত্র ২০ সেকেন্ড!
Matchstick Brain Teaser
Matchstick Brain Teaser
advertisement

আরও পড়ুন- বিল গেটসকে ছাপিয়ে বিশ্বের চতুর্থ ধনী গৌতম আদানি! মোট সম্পত্তি ১১৫.৫ বিলিয়ন ডলার

একটি দেশলাই কাঠি এমনভাবে সরাতে হবে যাতে সমীকরণটি সঠিক হয়। ২০ সেকেন্ডের মধ্যে এই ধাঁধার সমাধান করতে হবে। একখানা নয়, দু’খানা উপায়ে সমাধান সম্ভব। মাথা খাটান দেখি!

advertisement

এই অঙ্কের ধাঁধার মধ্যে, ১ টি দেশলাই কাঠি বাঁ দিক থেকে ডানদিকে সরালেই মিলবে উত্তর।

আরও পড়ুন- দ্রৌপদী মুর্মু না যশবন্ত সিনহা? দেশের নতুন রাষ্ট্রপতি কে, শুরু ভোট গণনা

অঙ্কে 8 - 3 = 3 দেশলাই কাঠি দিয়ে লেখা। কীভাবে এর সমাধান সম্ভব, দেখে নিন:

প্রথম উত্তর: প্রথম সংখ্যা অর্থাৎ 8 থেকে একটি কাঠি সরান যাতে এটি 0 হয়ে যায় এবং বিয়োগটির উপর রেখে তাকে যোগচিহ্ন (+) করে দিন। তাহলে দাঁড়াচ্ছে, 0 + 3 = 3

advertisement

দ্বিতীয় উত্তর: দ্বিতীয় সংখ্যা 3 থেকে একটি কাঠি এমনভাবে সরান যাতে এটি 5 সংখ্যা হয়ে যায়। তাহলে দাঁড়াচ্ছে 8 - 5 = 3! সহজ!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এই ধরনের ব্রেইন টিজার সমাধান করতে কম সময় এবং মস্তিষ্কের শক্তি প্রয়োজন। কয়েক সেকেন্ডের মধ্যে উত্তর বের করতে পারলেই দুর্দান্ত আনন্দ।

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Matchstick Puzzle: মাত্র একটা দেশলাই কাঠি সরিয়ে করতে হবে ৮-৩= ৩! হাতে সময় ২০ সেকেন্ড
Open in App
হোম
খবর
ফটো
লোকাল