TRENDING:

Viral Optical Illusion: ছবিতে লুকিয়ে রয়েছে একটি কুকুর! কিন্তু খুঁজে পাচ্ছেন না নেটিজেনরা! আপনি কি পারবেন?

Last Updated:

Can You Find The Hidden Dog: ছবিতে দেখা যাচ্ছে, মাথায় টুপি পরে রয়েছেন মুখ ভর্তি দাড়িওয়ালা একজন। কিন্তু তার মধ্যে কুকুর কোথায়?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
Viral Optical Illusion Dog: অপটিক্যাল ইলিউশনের নানান ছবি হামেশাই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। আসলে শুধু ছবি তো নয়, অপটিক্যাল ইলিউশনে ধরা পড়ে মানুষের মনের অন্দরের নানা খবর। যেমন ধরুন এই ছবিটা। ছবিতে দেখা যাচ্ছে একজনের মুখ। কিন্তু না, দাড়িওয়ালা এই মুখের আড়ালেই লুকিয়ে রয়েছে একটি কুকুর। যদি ভাবেন এ আর এমন কী! এক্ষুণি খুঁজে বের করে ফেলবেন সেই লুক্কায়িত সারমেয়, তাহলেই ভুল করবেন। মাথা খারাপ হয়ে গিয়েছে নেটিজেনদের, কিন্তু নিমেষে কুকুর খুঁজে বের করতে পারেননি কেউই। ভাইরাল এই ছবিতে কোথায় লুকিয়ে রয়েছে কুকুর? ভালো করে দেখুন এই ছবি।
Viral Optical Illusion Image
Viral Optical Illusion Image
advertisement

আরও পড়ুন- বেশিক্ষণ তাকালেই ঘুরবে মাথা! বলুন তো ভাইরাল ছবিতে আসল চোখ, কান, ঠোঁট কোনগুলো?

Viral Optical Illusion Image

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া অপটিক্যাল ইলিউশনের এই ছবি ফেসবুকে Maica - SKV Valdez নামের একটি প্রোফাইল থেকে শেয়ার করা হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, মাথায় টুপি পরে রয়েছেন মুখ ভর্তি দাড়িওয়ালা একজন। কিন্তু তার মধ্যে কুকুর কোথায়? আপনি কি খুঁজে বের করতে পারবেন সেই সারমেয়কে?

advertisement

আরও পড়ুন- ব্যাঙের মধ্যেই লুকিয়ে রয়েছে একটি ঘোড়া? ৯৯% মানুষই ব্যর্থ হয়েছেন খুঁজে পেতে!

অপটিক্যাল ইলিউশনের এই ছবি আপনাকে ধন্দে ফেলবেই। দেখে স্পষ্ট মনে হবে একটি মুখের ছবি কিন্তু তীব্র আর তীক্ষ্ণ দৃষ্টি ব্যবহার করলে তবেই ছবিতে লুকিয়ে থাকা কুকুরটিকে খুঁজে পাবেন। একটু নজর দিলেই লক্ষ্য করা যাবে, ছবিতে রয়েছে একটি হাড়। এবার আপনি এই ছবিটিকে একবার উল্টো করে দেখুন। ছবিটিকে উল্টো করে দেখলেই বোঝা যাবে আসলে একটি কুকুর বসে তার দু'হাত দিয়ে ধরে কামড়ে চলেছে একটি হাড়। ছবিতে কুকুরের মুখটি ভালো করে বোঝা না গেলেও, তার অবয়ব বেশ ভালো মতোই বোঝা যাচ্ছে। এমনকি কুকুরের লেজও স্পষ্ট দেখা যাচ্ছে। ছবি সোজা করে দেখলেই আবার সেই দাড়িওয়ালা মুখ। এবার ভালো করে দেখুন তো খুঁজে পান কী না।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Optical Illusion: ছবিতে লুকিয়ে রয়েছে একটি কুকুর! কিন্তু খুঁজে পাচ্ছেন না নেটিজেনরা! আপনি কি পারবেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল