পোস্টে তিনি লিখেছেন, “আমার বাবা ১৯৯৫ থেকে ২০০০ সাল পর্যন্ত নয়াদিল্লিতে আইটিসি-তে একজন পাহারাদার ছিলেন; আজ আমি তাঁকে রাতের খাবারের জন্য একই জায়গায় নিয়ে যাওয়ার সুযোগ পেয়েছি।” ক্যাপশনের সাথে বাবা, মা এবং ছেলের একটি সুন্দর সেট টেবিলে খাবার ভাগ করে নেওয়ার একটি মন ছুঁয়ে যাওয়া ছবি ছিল। আরিয়ানের এই পোস্ট দ্রুত ঝড়ের বেগে ভাইরাল হয়ে যায়৷
advertisement
প্রসঙ্গত দিল্লির আইকনিক আইটিসি বুখারা তার নান এবং কাবাবের জন্য বিখ্যাত৷ তাছাড়া এই পাঁচতারা হোটেলের স্টেটমেন্ট ডিশ হল ‘বুখারা ডাল’৷ নির্দিষ্ট মশলার পাকে রাতভর ঢিমে আঁচে এই ডাল রাঁধা হয়৷ এহেন নামী হোটেলে বাবা মাকে খাইয়ে নেটিজেনদের বাহবা পাচ্ছেন আরিয়ান৷ ট্যুইটারেত্তিরা সহমত, যে সন্তানকে বড় করার জন্য বাবা মা জীবনের বহু আনন্দ ত্যাগ করেন, সেই সন্তানকে সফল হতে দেখলে আনন্দের সীমা থাকে না৷ বাবা মাকে এভাবে খুশির মুহূর্ত সন্তান উপহার দিলে সেই খুশি বেড়ে যায় অনেক গুণ৷ কমেন্টে বক্সে উচ্ছ্বসিত নেটিজেনরা৷