আরও পড়ুনঃ গরমের দুপুরে কে কত আগে শেষ করতে পারে এক প্লেট আম? ব্যাস জিতলেই কেল্লাফতে
না, কোনও ফিল্মি ঘটনা নয়! এই ঘটনাটি ঘটেছে বিহারের গয়া জেলার পাহাড়পুর স্টেশনে। ঘটনার পরে প্রত্যক্ষদর্শীদের মুখে একটাই কথা ফিরছে, ‘রাখে হরি তো মারে কে’! ঘটনার ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
advertisement
ঠিক কী ঘটেছিল সে দিন? সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, শনিবার সকাল সাড়ে ১০টার নাগাদ গয়া-কোডার্মা রেললাইনের পাহাড়পুর রেলওয়ে স্টেশনে এই ঘটনা ঘটেছে। ওই স্টেশনের ডাউন লাইনের প্ল্যাটফর্মে একটি পণ্যবাহী ট্রেন দাঁড়িয়ে ছিল। সেই সময় ৭০ বছর বয়সী বালো যাদব মালগাড়ির তলা দিয়ে রেললাইন পারাপার করছিলেন। কিন্তু রেললাইন পার হতে যেতেই বাঁধে বিপত্তি। আচমকাই দুলে উঠল মালগাড়িটি। হুড়মুড়িয়ে চলতে শুরু করে সেটি। আশপাশের ওঠে গেল গেল রব! দেখা যায়, মালগাড়ির তলায় পড়ে রয়েছেন বৃদ্ধ। সবাই ভেবেছিলেন মৃত্যু হয়েছে তাঁর! এমনকী ওই বৃদ্ধের জন্য প্রার্থনা শুরু করেন আশপাশে দাঁড়িয়ে থাকা লোকজন।
কিন্তু দেখা যায়, মালগাড়িটি চলে যেতেই গা-হাত-পা ঝাড়া দিয়ে দিব্যি উঠে দাঁড়ালেন বৃদ্ধ। আর গুটি গুটি পায়ে এগিয়ে গেলেন নিজের গন্তব্যে। এই গোটা ঘটনার ভিডিও নিজের মোবাইলে রেকর্ড করেছেন এক প্রত্যক্ষদর্শী। যেটা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই বলছেন যে, পুনর্জন্ম হয়েছে ওই বৃদ্ধের। বেশ কিছু নেটিজেন আবার বৃদ্ধের বুদ্ধির তারিফ করতে পিছ-পা করেননি।
তবে ভাইরাল হওয়া ভিডিওতে স্পষ্ট যে, বিপজ্জনক ভাবে ঝুঁকি নিয়ে শর্টকাটে রাস্তা পারাপার হওয়ার খেসারত আর একটু হলেই দিতে হত বৃদ্ধ বালো যাদবকে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, মালগাড়ি চলতে শুরু করছে, সেই ঘোষণা আসা সত্ত্বেও থামেননি ওই বৃদ্ধ। তাই তাঁদের বক্তব্য, এভাবে জীবনের ঝুঁকি না নেওয়াই উচিত।