TRENDING:

Viral News: ৩০ বছর ধরে পুরুষের ছদ্মবেশে রয়েছেন এই মহিলা, কারণ শুনলে চমকে উঠবেন!

Last Updated:

তিনি ৩০ বছর ধরে পুরুষের ছদ্মবেশে রয়েছেন। (Viral News)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#চেন্নাই: ভারতীয় সমাজব্যবস্থায় আজও পুরুষতন্ত্রেরই দাপট। এখনও অনেক জায়গাতেই এর খুবই বাড়বাড়ন্ত। প্রত্যেক মানুষের জীবনের লড়াই আলাদা। কিন্তু ভাবতে পারেন, জীবনের লড়াইয়ে দিনের পর দিন ছদ্মবেশে থাকা কতটা কষ্টকর? এবং এই ছদ্মবেশে ধরে রয়েছেন প্রায় ৩০ বছর ধরে। কোথায় ঘটেছে এমন ঘটনা? ৫৭ বছর বয়সী তামিলনাড়ুর এক মহিলা, নাম এস পেটচিয়াম্মাল। তিনি ৩০ বছর ধরে পুরুষের ছদ্মবেশে রয়েছেন। (Viral News)
Viral News
Viral News
advertisement

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই খবর। কিন্তু কেন এমন ভাবে ছদ্মবেশে রয়েছেন তিনি? কাতুনায়াক্কানপত্তি গ্রামের বাসিন্দা তিনি। জানা গিয়েছে, মাত্র ২০ বছর বয়সে তিনি তাঁর স্বামীকে হারান। হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছিল তাঁর। বিয়ের ১৫ দিনের মধ্যেই স্বামীর মৃত্যু হয়েছিল স্বামীর। কিন্তু সেই গ্রামে পুরুষতন্ত্রের এমনই দাপট যে, নিজের কন্যাসন্তানকে মানুষ করার জন্য প্রায় ৩০ বছর ধরে পুরুষের ছদ্মবেশে রয়েছেন তিনি।

advertisement

আরও পড়ুন: বড় চুল, চোখে কালা চশমায় লড়াকু মুডে 'ভাইজান', সলমান খানের এই ছবি ঘিরে তোলপাড়!

কাতুনায়াক্কানপত্তি গ্রামে পুরুষ ছাড়া কারও কাজ করার অধিকার নেই। সে কারণে, তিনি নিজের মেয়ের ভবিষ্যতের কথা ভেবে পুরুষের ছদ্মবেশে রয়ে গিয়েছেন ৩০ বছর ধরে। গ্রামে তাঁকে সবাই মুথু নামেই চেনে। নির্মাণের কাজে যুক্ত থাকা ওই মহিলাকে স্বামীর মৃত্যুর পর বহু কটূক্তি শুনতে হয়েছিল। পরে কাজটা টিকিয়ে রাখার জন্যই পুরুষের রূপ ধরেন তিনি এবং নির্মাণ ও চায়ের দোকানে কাজ করতে শুরু করেন।

advertisement

আরও পড়ুন: বর্ষার আগে দারুণ উদ্যোগ যাদবপুরের বিধায়ক ও কাউন্সিলরের, জানুন

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

মুথু জানিয়েছেন, বাড়ির বাইরে সবাই জানেন তিনি পুরুষ। বাড়িতে ফেরার পর তিনি নিজের রূপে ফিরে আসেন। মেয়ে এবং আত্মীয়রা ছাড়া আর কেউই জানেন না, তিনি আসলে একজন মহিলা। তিনি জানিয়েছেন, সংসার চালানোর জন্য ১০০ দিনের কাজও তিনি করেছেন। মেয়ের বিয়ে হয়েছে, তবে এখনও তিনি মুথু হয়েই থাকতে চান। এই সত্ত্বাই তাঁকে জীবন দিয়েছে বলে মানেন তিনি।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral News: ৩০ বছর ধরে পুরুষের ছদ্মবেশে রয়েছেন এই মহিলা, কারণ শুনলে চমকে উঠবেন!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল