TRENDING:

ভিক্ষা করেই হাঁকিয়েছেন বাড়ি-গাড়ি-ব্যবসা; পড়শি দেশের সুন্দরী ‘ভিক্ষুক’ তরুণীর জীবনযাত্রার কথা শুনলে মাথায় পড়বে বাজ

Last Updated:

এহেন সুন্দরী তরুণীর চাঞ্চল্যকর দাবি শুনে মাথা ঘুরেছে নেটিজেনদের। আসলে পাকিস্তানি ওই তরুণী জানিয়েছেন যে, গত ৫ বছর ধরে ভিক্ষাবৃত্তি করে এই জায়গায় পৌঁছেছেন তিনি! তাঁর সাক্ষাৎকারের সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পরনে দামি পোশাক। পরিপাটি সাজগোজ। চুলেও হালফ্যাশনের স্টাইলিংয়ের ছোঁয়া। হাতে দামি স্মার্টফোন। তবে এহেন সুন্দরী তরুণীর চাঞ্চল্যকর দাবি শুনে মাথা ঘুরেছে নেটিজেনদের। আসলে পাকিস্তানি ওই তরুণী জানিয়েছেন যে, গত ৫ বছর ধরে ভিক্ষাবৃত্তি করে এই জায়গায় পৌঁছেছেন তিনি! তাঁর সাক্ষাৎকারের সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ভিক্ষা করেই হাঁকিয়েছেন বাড়ি-গাড়ি-ব্যবসা; পড়শি দেশের সুন্দরী ‘ভিক্ষুক’ তরুণীর জীবনযাত্রার কথা শুনলে মাথায় পড়বে বাজ  (Credit- Twitter/ @shahfaesal)
ভিক্ষা করেই হাঁকিয়েছেন বাড়ি-গাড়ি-ব্যবসা; পড়শি দেশের সুন্দরী ‘ভিক্ষুক’ তরুণীর জীবনযাত্রার কথা শুনলে মাথায় পড়বে বাজ (Credit- Twitter/ @shahfaesal)
advertisement

এক্স (পূর্বে ট্যুইটার) সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে @shahfaesal নামের একটি অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছে। ক্যাপশনে লেখা রয়েছে, ‘পড়শি দেশের উদ্যোগপতি’। অনেকেই ভিডিওটিকে মজাদার বলছেন। কয়েক লক্ষ মানুষ এই ভিডিওটি দেখেছে। এমনকী কমেন্ট বক্সে অনেকেই নিজের মতামত জানিয়েছেন। পাকিস্তানের এক ইউটিউবার নিজের চ্যানেলে এই ভিডিওটি শেয়ার করেছেন। তিনিই ভিক্ষুক তরুণীর সাক্ষাৎকার নিয়েছেন।

advertisement

আরও পড়ুন– ভারতীয় ব্যবসায়ীর ব্যক্তিগত জেটে বিয়ে উদযাপন ! বিলাসের বহর দেখে অবাক নেটিজেনরা

ভিডিও-তে দেখা গিয়েছে যে, পরিপাটি দামি পোশাকে বসে রয়েছেন সুন্দরী তরুণী। এরপর তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন যে, তাঁর নাম লাইবা। ১ মিনিট ২৫ সেকেন্ড দৈর্ঘ্যের ওই ভিডিও-তে লাইবা বলেন যে, তিনি মালয়েশিয়ায় থাকেন। মাঝেমধ্যেই পাকিস্তানেও আসেন। লাইবা এ-ও জানান যে, মালয়েশিয়ায় তাঁর ব্যবসা রয়েছে। সেই সঙ্গে আছে দু’টি ফ্ল্যাট আর গাড়িও। তাঁর পরিবারের সদস্যরাও মালয়েশিয়াতেই থাকেন। কিন্তু তাঁকে যখন প্রশ্ন করা হয় যে, এত ধনী কীভাবে হলেন, তখন লাইবা হেসে বলেন যে, ভিক্ষা করে। যিনি লাইবার সাক্ষাৎকার নিচ্ছেন, তিনিই অবিশ্বাসের সুরে আবার বলেন, “এটা কি ঠিক?” তরুণী তখন বলেন, “হ্যাঁ একেবারেই ঠিক।” এরপর লাইবা বলে চলেন, “দেখুন, সত্যি তো আর গোপন থাকে না! নিজের বিষয়ে সত্যি তো বলাই উচিত। নিজের পরিচয়ও বলা উচিত। কীভাবে ধনী হয়েছি আর কী করেছি, এসব তো বলাই উচিত!”

advertisement

আরও পড়ুন-৩০০ টাকায় ফ্যাশনেবল জ্যাকেট, ২০০ টাকায় কেতাদুরস্ত সোয়েটার, সস্তায় শীতে নজর কাড়তে চাইলে আসতেই হবে এই বাজারে

লাইবা আরও বলেন, “আগে মানুষকে দেখতাম ভিক্ষা করতে। তখন ভাবতাম, কীভাবে এটা তাঁরা করছেন! আর এভাবে তাঁরা ধনীও হন! তখন ভাবলাম, আমিও চেষ্টা করে দেখি। আর সেটাই করলাম। তাতে প্রচুর টাকা হাতে এল। আর আজ দেখুন আমি কোথায় আছি!” এরপর লাইবাকে প্রশ্ন করা হয় যে, “আপনি কীভাবে ভিক্ষা করতেন?”

advertisement

আরও পড়ুন-কোটি কোটি টাকার কোম্পানির মালিক, এখন গাড়িতে চড়ারও সামর্থ্য নেই, রেমন্ড কর্তার দুর্দশা চোখে জল আনে

জবাবে তরুণী বলেন, “হাতে বই নিয়ে সকলকে মিথ্যা আবেগের গল্প শুনিয়ে টাকা চাইতাম। বলতাম, বাড়ির একমাত্র রোজগেরে আমিই। আমরা খুবই দরিদ্র। বাবাও অসুস্থ। ফলে তিনি কোনও কাজ করতে পারেন না। এইভাবেই গল্প শুনিয়ে টাকা চাইতাম।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

প্রসঙ্গত, এর আগেও বহু ভিক্ষুকই প্রচারের আলোয় এসেছেন। তাতে জানা গিয়েছে যে, ভিক্ষাবৃত্তি করে অনেক ভিক্ষুকই ধনী হয়েছেন। গোটা বিশ্বে এহেন দৃষ্টান্তের ছড়াছড়ি। রাস্তায় আমরাও তো অনেক সময় অনেককে ভিক্ষা দিয়ে থাকি। তবে কখনওই আমরা সেভাবে তাঁদের প্রকৃত আর্থিক অবস্থা বিবেচনা করার চেষ্টা করি না। আসলে বহু ক্ষেত্রেই মানুষকে বোকা বানিয়ে ভিক্ষুকরা ভিক্ষা চেয়ে থাকেন।

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
ভিক্ষা করেই হাঁকিয়েছেন বাড়ি-গাড়ি-ব্যবসা; পড়শি দেশের সুন্দরী ‘ভিক্ষুক’ তরুণীর জীবনযাত্রার কথা শুনলে মাথায় পড়বে বাজ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল