৩০০ টাকায় ফ্যাশনেবল জ্যাকেট, ২০০ টাকায় কেতাদুরস্ত সোয়েটার, সস্তায় শীতে নজর কাড়তে চাইলে আসতেই হবে এই বাজারে

Last Updated:

শীতের ফ্যাশনের প্রসঙ্গ উঠবে আর শালের কথা বাদ যাবে, তা হতে পারে না। লখনউয়ের চারবাগের এই কাশ্মীরি উলেন মার্কেটে সুন্দর নকশা করা নানা ধরনের শালও রয়েছে। রয়েছে আসল পশমিনা শালও, তার দাম অবশ্য একটু হলেও অন্য পণ্যসম্ভারের চেয়ে বেশি।

ঋষভ চৌরাসিয়া, লখনউ: ধীরে ধীরে জাঁকিয়ে বসছে শীত। বাড়ছে ঠান্ডা। রাতে অনেকেই নিশ্চিন্ত ঘুমের খাতিরে উষ্ণতা খুঁজতে শুরু করে দিয়েছেন লেপ-কম্বলের ভাঁজে। ভোরের দিকে পথে বেরোলে অনেকেরই গায়ে দেখা যাচ্ছে শীতপোশাক। চলছে লেপ-কম্বল রোদে দেওয়া, লন্ড্রি থেকে গরম জামাকাপড় নিয়ে আসার পালা। শীত উদযাপনে যাতে কোনও ফাঁক থেকে না যায়, তার জন্য চলছে নতুন শীতপোশাক কেনাও।
যেহেতু শরীর গরম রাখার ব্যাপার, এই সব শীতপোশাক সাধারণত দামিই হয়, লেপ বা কম্বলের ক্ষেত্রেও একই ব্যাপার। ইনস্টাগ্রামে চোখ রাখলে সস্তায় নানা অফার নাগালে আসছে বটে, কিন্তু সে অনলাইন কেনাকাটা, সেখানে জিনিসটা হাতে নিয়ে দেখা যাচ্ছে না, ফলে গুণমান নিয়েও একটা সন্দেহ থেকেই যাচ্ছে। তাহলে কি শীতে কম খরচে ফ্যাশনেবল হয়ে ওঠা কেবল স্বপ্ন হয়েই থাকে যাবে?
advertisement
advertisement
লখনউবাসীর অন্তত হবে না। সেখানে এখন রমরমিয়ে চলছে কাশ্মীরি উলেন মার্কেট। পসরা সাজিয়ে বসেছেন ক্রেতারা, ভিড় উপচে পড়ছে বিক্রেতাদের। হবে না-ই বা কে! চারবাগের চিলড্রেন মিউজিয়ামে বসা এই কাশ্মীরি উলেন মার্কেট নামমাত্র দামে নিয়ে এসেছে শীত উদযাপনের সুবর্ণ সুযোগ। মাত্র ৩০০ টাকায় পাওয়া যাচ্ছে দারুণ সব জ্যাকেট, সোয়েটারের দাম ১৫০ টাকা আর ২০০ টাকা। গ্লাভস, টুপি ৫০ টাকায় পাওয়া যাচ্ছে হাল ফ্যাশনের।
advertisement
শীতের ফ্যাশনের প্রসঙ্গ উঠবে আর শালের কথা বাদ যাবে, তা হতে পারে না। লখনউয়ের চারবাগের এই কাশ্মীরি উলেন মার্কেটে সুন্দর নকশা করা নানা ধরনের শালও রয়েছে। রয়েছে আসল পশমিনা শালও, তার দাম অবশ্য একটু হলেও অন্য পণ্যসম্ভারের চেয়ে বেশি।
advertisement
এক দোকানমালিক ধরমবীর গুপ্তা এই প্রসঙ্গে জানিয়েছেন যে সাধারণ নাগরিকের নাগালে ফ্যাশনদুরস্ত পণ্য পৌঁছে দেওয়াই এই কাশ্মীরি উলেন মার্কেটের লক্ষ্য। সে কারণে তাঁদের কাছে যেমন নাম করা ব্র্যান্ডের শীতপোশাক পাওয়া যায়, তেমনই থাকে সেই সবের কপি ডিজাইনও। দারুণ সাড়াও মেলে কেনাকাটায়, এক ছাদের নিচে নারী, পুরুষ, শিশুর প্রয়োজন নামমাত্র দামে মেটে বলে প্রতি বছর ক্রেতারাও অপেক্ষা করে থাকেন এই বাজার বসার।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
৩০০ টাকায় ফ্যাশনেবল জ্যাকেট, ২০০ টাকায় কেতাদুরস্ত সোয়েটার, সস্তায় শীতে নজর কাড়তে চাইলে আসতেই হবে এই বাজারে
Next Article
advertisement
Weather Update: ২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা বঙ্গে
২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা
  • দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত এবং উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত কুয়াশার সতর্কতা

  • সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা পরে পরিষ্কার আকাশ

  • কুয়াশার কারণে দিনভর শীতের অনুভূতি

VIEW MORE
advertisement
advertisement