আরও পড়ুনঃ ১৬ হাজার কোটির হোটেল, অথচ ২৫ বছরেও যাননি কোনও অতিথি! দুনিয়ার নজরে রহস্যময় এই হোটেল
গত ১২ বছর ধরে চলছে এই প্রতিযোগিতা। এই বছরে ২১ অগাস্ট শুরু হয়েছিল এই অনুষ্ঠান। ২১ জন অংশগ্রহণকারীদের মধ্যে, চারজন নিবেদিত ঘুম প্রেমিকে নির্বাচন করা হয়েছে। চূড়ান্ত বিজয়ীকে €1,000 (প্রায় ৮৮,০০০ টাকা) একটি উল্লেখযোগ্য নগদ পুরস্কারে পুরস্কৃত করা হবে।
advertisement
প্রতিযোগিতার নিয়ম সামান্য পরিবর্তন আনা হয়েছে, প্রতি আট ঘণ্টায় অংশগ্রহণকারীদের ১৫ মিনিটের অবকাশ দেওয়া হয়েছে। উল্লেখযোগ্য, ২৪ দিনের থ্রেশহোল্ডের বাইরে সময়কাল বাড়িয়েছে। যদিও বেশিরভাগ প্রতিযোগী মন্টিনিগ্রো থেকে এসেছেন, প্রতিযোগিতাটি ইউক্রেন, রাশিয়া এবং সার্বিয়া থেকেও অংশগ্রহণকারীদের আকর্ষণ করেছে।
Location :
Kolkata,West Bengal
First Published :
Sep 27, 2023 11:07 AM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral News: কোনও কাজ করতে হবে না, শুধু ঘুমাতে হবে! মিলবে ৯০ হাজার টাকা, কীভাবে জানুন
