TRENDING:

Viral News: কোনও কাজ করতে হবে না, শুধু ঘুমাতে হবে! মিলবে ৯০ হাজার টাকা, কীভাবে জানুন

Last Updated:

Viral News: শুধু ঘুমালেই যে কোন উপকারে আসবে না তা জেনেই হয়ত অনেকেও চাইলেও বেশি ঘুমান না। এইবার, সেই সকল মানুষের কথা ভেবেই, মন্টিনিগ্রোতে "ফেস্টিভ‍্যাল অফ লেজিন‍েস" আয়োজন করা হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতাঃ ঘুমপ্রিয় মানুষের অভাব নেই পৃথিবীতে। কিন্তু শুধু ঘুমালেই যে কোন উপকারে আসবে না তা জেনেই হয়ত অনেকেও চাইলেও বেশি ঘুমান না। এইবার, সেই সকল মানুষের কথা ভেবেই, মন্টিনিগ্রোতে “ফেস্টিভ‍্যাল অফ লেজিন‍েস” আয়োজন করা হয়েছে। ব্রেজনা গ্রামে আয়োজিত এই উদযাপনের আসল কারণ দেখা যে কে সবচেয়ে বেশি ঘুমাতে পারে। যে ব‍্যক্তি সবচেয়ে বেশিক্ষণ ঘুমাতে পারবেন তিনি ‘অলসতম নাগরিক’ খেতাব অর্জন করবেন এবং নগদ পুরস্কারও পাবেন।
কোনও কাজ করতে হবে না, শুধু ঘুমাতে হবে!
কোনও কাজ করতে হবে না, শুধু ঘুমাতে হবে!
advertisement

আরও পড়ুনঃ ১৬ হাজার কোটির হোটেল, অথচ ২৫ বছরেও যাননি কোনও অতিথি! দুনিয়ার নজরে রহস্যময় এই হোটেল

গত ১২ বছর ধরে চলছে এই প্রতিযোগিতা। এই বছরে ২১ অগাস্ট শুরু হয়েছিল এই অনুষ্ঠান। ২১ জন অংশগ্রহণকারীদের মধ্যে, চারজন নিবেদিত ঘুম প্রেমিকে নির্বাচন করা হয়েছে। চূড়ান্ত বিজয়ীকে €1,000 (প্রায় ৮৮,০০০ টাকা) একটি উল্লেখযোগ্য নগদ পুরস্কারে পুরস্কৃত করা হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

প্রতিযোগিতার নিয়ম সামান্য পরিবর্তন আনা হয়েছে, প্রতি আট ঘণ্টায় অংশগ্রহণকারীদের ১৫ মিনিটের অবকাশ দেওয়া হয়েছে। উল্লেখযোগ‍্য, ২৪ দিনের থ্রেশহোল্ডের বাইরে সময়কাল বাড়িয়েছে। যদিও বেশিরভাগ প্রতিযোগী মন্টিনিগ্রো থেকে এসেছেন, প্রতিযোগিতাটি ইউক্রেন, রাশিয়া এবং সার্বিয়া থেকেও অংশগ্রহণকারীদের আকর্ষণ করেছে।

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral News: কোনও কাজ করতে হবে না, শুধু ঘুমাতে হবে! মিলবে ৯০ হাজার টাকা, কীভাবে জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল