Knowledge Story: ১৬ হাজার কোটির হোটেল, অথচ ২৫ বছরেও যাননি কোনও অতিথি! দুনিয়ার নজরে রহস্যময় এই হোটেল

Last Updated:

Knowledge Story: ১৬ হাজার কোটি টাকারও বেশি খরচ হয়েছে হোটেল নির্মাণে। কিন্তু আশ্চর্যের বিষয় সেই হোটেলে, ২৫ বছরের বেশি সময় পেরিয়ে গেলেও কোনও অতিথি সেখানে আসেননি।

১৬ হাজার কোটির হোটেল, অথচ ২৫ বছরেও যাননি কোনও অতিথি!
১৬ হাজার কোটির হোটেল, অথচ ২৫ বছরেও যাননি কোনও অতিথি!
কলকাতাঃ ১৬ হাজার কোটি টাকারও বেশি খরচ হয়েছে হোটেল নির্মাণে। কিন্তু আশ্চর্যের বিষয় সেই হোটেলে, ২৫ বছরের বেশি সময় পেরিয়ে গেলেও কোনও অতিথি সেখানে আসেননি। আজ পর্যন্ত সেই হোটেলে একজন অতিথিও পা রাখাননি এই বিলাশবহুল হোটেলে। এখন সেই হোটেলটি প্রচারের জন্য একটি বিশাল টেলিভিশন ব্যবহর করা শুরু হয়েছে। হোটেলটির নাম রুয়ুগাইয়ং (Ryugyong)।
রিউগিয়ং হোটেল কোথায় অবস্থিত?
advertisement
একটি সংবাদমাধ‍্যমের প্রতিবেদন অনুসারে, রিউগয়ং হোটেলটি উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং-এ অবস্থিত। এই হোটেলটি উত্তর কোরিয়ার রাজা কিম জং-উনের বিলাসবহুল বাড়ি থেকে প্রায় ১২ মাইল (১৯.৩ কিলোমিটার) দূরে। এই হোটেলের উচ্চতা ১০৮২ ফুট। যেখানে তিন হাজার ঘর নির্মাণের পরিকল্পনা ছিল। এই হোটেলটিকে উত্তর কোরিয়ার অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতার প্রতীক হিসেবে বোঝানো হয়। কিন্তু ২৫ বছরেরও বেশি সময় ধরে খালি পড়ে আছে। এখন এটিকে ‘ডুম হোটেল’( অভিশপ্ত হোটেল) নামে ডাকা হয়।
advertisement
নির্মাণ শুরু হয় কবে?
১৯৮৭ সালে, শুরু হয় হোটেলের নির্মাণের কাজ। তারপর, ২ বছর পর খোলার সিদ্ধান্ত হলেও তা বাস্তবে হয় না। হোটেলটি ১৯৯২ সালে খোলা হয়েছিল। ২০১৮ সালে, বিল্ডিংটিতে LED প্যানেল ইনস্টল করা হয়েছিল। যা বর্তমানে উত্তর কোরিয়ার সরকারের প্রচারের জন্য একটি বিশাল টেলিভিশন পর্দায় পরিণত হয়েছে।
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Knowledge Story: ১৬ হাজার কোটির হোটেল, অথচ ২৫ বছরেও যাননি কোনও অতিথি! দুনিয়ার নজরে রহস্যময় এই হোটেল
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement