তবুও স্বপ্ন ছোঁয়ার পথে বাধা অনেক। স্বপ্নকে ছোঁয়ার শেষ সিঁড়ির আগে কাঁটা হয়ে দাঁড়িয়ে রয়েছে আর্থিক সংকট। আপাতত সাধারণ মানুষের সাহায্যের মুখাপেক্ষী হয়ে রয়েছে। প্রতিদিনের যুদ্ধকে আরও কিছুটা এগিয়ে নিয়ে যেতে চায় সায়ন। যাতে যুদ্ধের শেষে জয়ের মুকুট তার মাথাতেই ওঠে, সে চেষ্টাতেই মনোযোগ দিয়েছে দুর্গাপুরের এই বালক। তবে কঠিন বাস্তবের সঙ্গে যুদ্ধ করতে করতে যেন অসহায় হয়ে পড়েছে সে।
advertisement
আরও পড়ুন: 'সর্বজয়া' থেকে সরছেন দেবশ্রী রায়? টেলিপাড়ায় ব্যাপক গুঞ্জন, হতাশ দর্শকরা
পিতৃহীন দরিদ্র পরিবারের ছেলে সায়ন ধীবর। মাত্র ১৪ বছর বয়সে তার ডাক পড়েছে একটি জনপ্রিয় গানের অনুষ্ঠানের জন্য। অডিশন দেওয়ার জন্য মুম্বই যেতে হবে তাকে। দু-রাউন্ডের অডিশনে ইতিমধ্যেই পাশ করেছে। বাকি রয়েছে ফাইনাল রাউন্ডের অডিশন। সেজন্য তাকে মুম্বই যেতে হবে। জনপ্রিয় এই শোতে অংশগ্রহণের জন্য ইতিমধ্যেই কলকাতা এবং ইস্টার্ন জোনের অডিশনে কোয়ালিফাই করেছে সায়ন। ফাইনাল রাউন্ডে কোয়ালিফাই করতে পারলেই, তার জনপ্রিয় মঞ্চে গান করতে পারা নিশ্চিত। সায়নও তার সুরেলা কন্ঠে ভারতবাসীর মন মাতিয়ে তুলতে চায়।
আরও পড়ুন: বজরংবলীর মন্দিরে সিঁদুর মেখে সোজা কালী মন্দিরে লাফ! হনুমানের 'কীর্তি'তে হতবাক ভক্তেরা! দেখুন...
সায়নের বাবা সুনীল ধীবর বছর পাঁচেক আগে প্রয়াত হয়েছেন। মা রুমা ধীবর কষ্টের সঙ্গে সংসার চালান। জীবন বীমার প্রিমিয়াম হিসেবে পাওয়া টাকা দিয়ে সংসার চলে। পাশাপাশি গানের চর্চা করেন। সায়নও মায়ের সঙ্গে ৬ বছর বয়স থেকে গানের চর্চা শুরু করে। সায়ন বেশ কিছু স্টেজ শো করেছে। সেখান থেকে যৎসামান্য যা রোজগার হয়েছে, তা সংসার চালানোর কাজে দিয়েছে। আপাতত তার লক্ষ্য মুম্বই, একটি জনপ্রিয় রিয়েলিটি শো-র মঞ্চ। বাকি মাত্র একটি ধাপ। কিন্তু এই অডিশন দিতে যাওয়ার জন্য সায়নকে মুম্বইয়ে থাকতে হবে। কিন্তু তার কাছে মুম্বই যাওয়া বা নিজের খরচ চালানোর মত ক্ষমতা নেই। তাই সায়ন এখন সাহায্যের মুখাপেক্ষী। শারীরিকভাবে অনেকটাই বিধ্বস্ত ১৪ বছরের এই বালক। মাস কয়েক আগে তার গলব্লাডার স্টোন অপারেশন হয়েছে। ফলে হজমশক্তিও দুর্বল। শ্বাসকষ্টের সমস্যা রয়েছে তার।
তবে এসব কিছুর সঙ্গে যুদ্ধ করেও, পাল্লা দিয়ে চলে পড়াশোনা আর গানের তালিম। সঙ্গে রয়েছে সংসার চালানোর জন্য কিছু রোজগার করার তাগিদ। মাস দুয়েক হলো ক্লাসিক্যাল গানের তালিম নিচ্ছে সে। এই সবকিছু করতে করতেই, সায়ন যেতে চায় জনপ্রিয় রিয়েলিটি শোয়ে। উজ্জ্বল করতে চায় নিজের নাম। দূর করতে চায় মায়ের কষ্ট। জাতীয়স্তরে নিজের শহর দুর্গাপুরকে এক উজ্জ্বল নাম হিসেবে তুলে ধরতে চায় সে। তার স্বপ্নকে বাস্তব করার জন্য, মানুষের সাহায্য আর আশীর্বাদ নিয়ে এগিয়ে যেতে চায় সায়ন।
Nayan Ghosh