Home » Photo » entertainment » Bangla Mega Serial Sarbajaya|| 'সর্বজয়া' থেকে সরছেন দেবশ্রী রায়? টেলিপাড়ায় ব্যাপক গুঞ্জন, হতাশ দর্শকরা
Bangla Mega Serial Sarbajaya|| 'সর্বজয়া' থেকে সরছেন দেবশ্রী রায়? টেলিপাড়ায় ব্যাপক গুঞ্জন, হতাশ দর্শকরা
Bengali Mega Serial News: সর্বজয়া থেকে সরছেন দেবশ্রী রায়? যা নিয়ে টেলিপাড়ায় ব্যাপক গুঞ্জন। হতাশ দর্শকরাও। এমনকি সিরিয়ালের নাম বদলে যাচ্ছে বলেও চর্চা শুরু হয়েছে।
*যিনি 'সর্বজয়া', সেই দেবশ্রী রায়ই নাকি সরে যাচ্ছেন সিরিয়াল থেকে। যা নিয়ে টেলিপাড়ায় ব্যাপক গুঞ্জন। হতাশ দর্শকরাও। এমনকি সিরিয়ালের নাম বদলে যাচ্ছে বলেও চর্চা শুরু হয়েছে। সংগৃহীত ছবি।
2/ 7
*কিন্তু না। দর্শকদের চিন্তার কোনও কারণ নেই। কোথাও যাচ্ছেন না অভিনেত্রী দেবশ্রী রায়। তিনিই 'সর্বজয়া' রূপে সব কিছু জয় করবেন। এবং 'সর্বজয়া' সিরিরালের নামেরও কোনও বদল হচ্ছে না। সংগৃহীত ছবি।
3/ 7
*তাহলে হঠাৎ কেন এই গুঞ্জন? জানা গিয়েছে, ‘সর্বজয়া’র ওড়িয়া এবং তেলুগু রিমেক হচ্ছে। যেভাবে 'মিঠাই' বা 'খড়কুটো' সিরিয়ালের রিমেক হয়েছে। সে ভাবেই ওড়িয়া এবং তেলুগু রিমেক হচ্ছে জনপ্রিয় এই বাংলা ধারাবাহিক। সংগৃহীত ছবি।
4/ 7
*জি ওড়িয়া চ্যানেল ‘সার্থক’-এ সম্প্রচারিত হবে ধারাবাহিকে সর্বজয়া। সেখানে সিরিয়ালের নাম হয়েছে ‘সর্বজিতা অনু’। সংগৃহীত ছবি।
*তবে শুধু সর্বজয়া নয়। অন্য ভাষার রিমেক হতে চলেছে ‘খুকুমণি হোম ডেলিভারি’, ‘খেলাঘর’, ‘যমুনা ঢাকি’। ‘খুকুমণি’ তৈরি হবে হিন্দিতে। ‘যমুনা ঢাকি’ তৈরি হবে পাঞ্জাবিতে। সংগৃহীত ছবি।