TRENDING:

Viral News: বিশ্বের সবচেয়ে বেশি ওজনের ‘আলু’! ডিএনএ টেস্ট হতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর সত্য

Last Updated:

Couple stumbled upon 17 pound potato: নিউজিল্যান্ডে বসবাসকারী এক বয়স্ক দম্পতি তাঁদের বাগান পরিচর্যার সময় এমনই একটি অদ্ভুত আলু উৎপাদন করেছেন যা দেখে সকলেই অবাক ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ওয়েলিংটন: আমাদের চারপাশের চেনা পরিচিত বিশ্বে প্রায় প্রতিদিনই কোনও না কোনও নতুন রেকর্ড তৈরি হচ্ছে। রোজকার সোশ্যাল মিডিয়ায় এমন আজব আজব কত যে ভিডিও চোখে পড়ে তার হিসেব নেই। সম্প্রতি এমনই এক আজব ঘটনা আমাদের সামনে এসেছে। নিউজিল্যান্ডে বসবাসকারী এক বয়স্ক দম্পতি তাঁদের বাগান পরিচর্যার সময় এমনই একটি অদ্ভুত আলু উৎপাদন করেছেন যা দেখে সকলেই অবাক (Viral News)।
বিশ্বের সবচেয়ে বেশি ওজনের ‘আলু’!  ডিএনএ টেস্ট হতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর সত্য (Credit: Facebook)
বিশ্বের সবচেয়ে বেশি ওজনের ‘আলু’! ডিএনএ টেস্ট হতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর সত্য (Credit: Facebook)
advertisement

বিশ্বের সবচেয়ে বেশি ওজনের আলু উৎপাদন করে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন তাঁরা (Guinness World Records)। ওই দম্পতি যখন বিশ্বের সবচেয়ে বেশি ওজনের ফলিয়েছেন বলে আমোদ করছিলেন তখনই এর পিছনে আরেকটি সত্য ঘটনা প্রকাশ পেয়েছে। যার ফলে নিজেরাই হকচকিয়ে গিয়েছেন উৎপাদক দম্পতি (Couple stumbled upon 17 pound potato)।

আরও পড়ুন-চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘অশনি’ ! দোলে দুই বঙ্গে আবহাওয়া কেমন থাকতে পারে? জেনে নিন

advertisement

বয়স্ক ওই দম্পতি তাঁদের বাগানে শুধুমাত্র ২ বা ৩ কেজির সাধারণ আলু নয় বরং মোট ৭.৭ কেজির একটি আলু উৎপাদন করেছেন। কেন এমনটা হয়েছে জানতে চেয়ে যখন আলুর ডিএনএ পরীক্ষা করা হয়। তখন এর ফলাফল তাঁদের হতবাক করে দেয়। ডেইলি স্টারের প্রতিবেদনে বলা হয়েছে, আসলে ওই দম্পতি আলু হিসেবে যা ভেবে ছিলেন, তা আসলে লাউয়ের একটি প্রজাতি।

advertisement

বিশ্বের সবচেয়ে বেশি ওজনের ‘আলু’! ডিএনএ টেস্ট হতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর সত্য (Credit: Facebook)

আরও পড়ুন-হুবহু মানুষের মতো দেখতে মাছ! ভয়ে সমুদ্র ছাড়ছেন অন্ধ্রের মৎসজীবীরা

advertisement

কলিন ক্রেগ-ব্রাউন এবং তাঁর স্ত্রী ডোনা ক্রেগ-ব্রাউন তাঁদের বাগানে এই অদ্ভুত আলু ফলিয়েছেন বলে দাবি করেছিলেন। দীর্ঘদিন ধরে চাষ করার পর তাঁরা মাটি খুঁড়ে আলুটি বের করেন। প্রথমে অনেক কষ্টে মাটি খোঁড়ার পর হাতে বাদামি রঙের পাথরের মতো একটি টুকরো পান। সামান্য একটি টুকরো খাওয়ার পর, কলিনও নিশ্চিত যে এটি একটি আলু এবং এর ওজন ৭.২ পাউন্ড অর্থাৎ ৭.৮ কেজি। তিনি এই আলুটির নাম রাখেন ‘ডুগ’ (Dug)। ফেসবুকে ওই আলুটির কয়েকটি ছবি তুলে শেয়ারও করেছেন তাঁরা। আলু দেখার পর তাঁকে যারা চিনতেন তাদের কাছ থেকে বেশ উৎসাহব্যঞ্জক প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে।

advertisement

আরও পড়ুন-ভালবাসার জ্বলন্ত নিদর্শন, বৈবাহিক জীবন শুরু করতে চলেছেন ক্যানসারে আক্রান্ত প্রণয়ী-যুগল

সেরা ভিডিও

আরও দেখুন
বাজারে ব্যাপক চাহিদা, তবুও মাথায় হাত! পান চাষ করে কেন সমস্যায় চাষিরা?
আরও দেখুন

কিন্তু তারপরেই ঘটল বিপত্তি। পরিবারের এক সদস্যের নির্দেশে বিশ্ব রেকর্ডের জন্য আবেদন করেন বৃদ্ধ স্বামী-স্ত্রী। বিশ্ব রেকর্ডের জন্য ই-মেইল করার সময়, তিনি নিশ্চিত ছিলেন যে তার বাগানে জন্মানো আলু বিশ্বের বৃহত্তম আলু। ডগের ছবি ও নমুনা দেখার পর ওয়ার্ল্ড রেকর্ডস দল তার ডিএনএ পরীক্ষা করার সিদ্ধান্ত নেয়। যার ফলশ্রুতিতে দেখা গেছে, 'ডগ' শুধু আলুই নয়, এটি লাউ প্রজাতির একটি সবজি, যা মাটির অভ্যন্তরে জন্মে। এটা জেনে কলিন ও তার স্ত্রী হতাশ হয়ে পড়েন। বর্তমানে সবচেয়ে বেশি ওজনের আলুর রেকর্ড হল ১১ পাউন্ড অর্থাৎ প্রায় ৫ কেজি।

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral News: বিশ্বের সবচেয়ে বেশি ওজনের ‘আলু’! ডিএনএ টেস্ট হতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর সত্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল