সার্টিফিকেটটিতে কী ধরনের তথ্য আছে?
ফিল্ম শুরু করার আগে প্রায় ১০ সেকেন্ডের জন্য এই শংসাপত্রটি দেখানো খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কারণ এই সার্টিফিকেটে প্রতিটি চলচ্চিত্র সম্পর্কে অনেক তথ্য লেখা থাকে। অধিকাংশ মানুষ এই সার্টিফিকেটে দেখেন ছবিটি কত দৈঘ্যের এবং কত রিলের। কিন্তু এর পাশাপাশি এই সার্টিফিকেটে অন্যান্য বিষয়ও লেখা থাকে। চলুন জেনে নিই ঠিক কী কী জানা যায় এই সার্টিফিকেট থেকে যা অত্যন্ত জরুরি।
advertisement
আরও পড়ুন: সাইকেল বা গাড়ির টায়ারের রঙ সবসময় কালো হয় কেন? জানেন এর পিছনের আশ্চর্য কারণ!
জানিয়ে রাখি, যে যদি কোনও ফিল্মের সার্টিফিকেটে 'A' লেখা থাকে তবে এর অর্থ এই ছবিটি শিশু থেকে বড় যে কেউ দেখতে পাবে।
কিন্তু যদি কোনো ফিল্মের সার্টিফিকেটে 'Av' লেখা থাকে, তাহলে এর মানে হল ১২ বছরের কম বয়সি শিশুরা শুধুমাত্র তাদের বাবা-মায়ের সঙ্গে এই ছবিটি দেখতে পারবে।
আরও পড়ুন: গরমে গলা ভেজাতে দেদার খাচ্ছেন ডাবের জল? বড় বিপদ ডাকছেন না তো? জানুন ডাবের জলের সত্যিটা!
অন্যদিকে, যদি কোনও ফিল্মের সার্টিফিকেটে 'V' লেখা থাকে, তাহলে এর মানে হল ১৮ বছরের কম বয়সি শিশুরা এই ছবিটি দেখতে পারবে না।
যদি কোনও ফিল্মের সার্টিফিকেটের গায়ে 'S' লেখা থাকে, তাহলে এর মানে হল ফিল্মটি একটি নির্দিষ্ট দর্শকের জন্য তৈরি, অর্থাৎ এটি একজন ডাক্তার বা বিজ্ঞানীর জন্য তৈরি।
শুধু তাই নয়, ছবির সার্টিফিকেট ছবির রিল সম্পর্কে তথ্য দেওয়া হয়। ছবিটি কত দিনের, সেটাও লেখা থাকে এই শংসাপত্রে।
সেন্সর বোর্ড যদি মনে করে ছবির কোনও দৃশ্য বাদ দেওয়া উচিত, তাও সার্টিফিকেটের গায়ে লেখা থাকে।