চলতি বছরেই ভাইরাল হয়েছিলেন বর্ধমানের এক নম্বর ব্লকের অন্তর্গত নিত্যানন্দপুরের বাসিন্দা মিলন কুমার। এরপর আর পিছনে ফিরে তাকাতে হচ্ছে না তাকে। 'লোকাল ট্রেন' এই গান দিয়ে কর্যত নতুন জীবনে পা রেখেছিলেন তিনি। এরপর থেকে এখনও পর্যন্ত একাধিক গান গেয়েছেন। যে গানগুলির মধ্যে বেশ কয়েকটি ইতিমধ্যেই তাঁকে পরিচিতি দিয়েছে।
আরও পড়ুনঃ তাপসের বিস্ফোরক মন্তব্যের পর ফের বোমা ফাটালেন অনুপম! কী লিখলেন ফেসবুকে!
advertisement
এখন উৎসবের মরশুম। সম্প্রতি দুর্গাপুজো গিয়েছে, সেই সময়ে তাঁর গান সামনে এসেছিল। আর সামনেই আসছে কালীপুজো, তাই কালীপুজো নিয়েও গান গাইছেন মিলন কুমার। RS স্টুডিও তেই চলছে সেই গানের রেকর্ডিং। আর সেই গানের গীতিকার ও সুরকার কৃষ্ণেন্দু ভৌমিক।
প্রসঙ্গত উল্লেখ্য, মিলন কুমার কখনও কোনও নামী গুরুর কাছে তালিম নেননি। তারপরেও তার গলায় অসাধারণ সুর ঝরে পড়ে। কে কে, কিশোর কুমার থেকে কুমার শানুদের দুর্দান্ত সব গান শোনা যায় তার কন্ঠে। ছোটবেলা থেকে বাবার কাছেই অল্প বিস্তর গান শিখেছিলেন তিনি। নিম্নবিত্ত পরিবারের হাল ধরার জন্য খুব ছোটবেলাতেই তাকে উপার্জনের রাস্তা খুঁজে নিতে হয়। তবে গানের মাধ্যমেই তিনি উপার্জন করতে শুরু করেন। লোকাল ট্রেনে গান শোনানোই তার পেশা হয়ে ওঠে। এরপর সেই লোকাল ট্রেনের গান গাইয়ে গাইতে হয়ে যান ভাইরাল। ব্যাস আর পিছনে ফিরে তাকাতে হচ্ছে না মিলন কুমারকে।
Malobika Biswas