TRENDING:

Viral || Extra Marital Affair: প্রেমের টানে বীরভূম থেকে কাকদ্বীপে গৃহবধূ! 'পরকীয়া' ঘিরে তোলপাড় কুলপি! গ্রেফতার ১৯

Last Updated:

বীরভূমের গৃহবধূর  সঙ্গে ফোনে আলাপ কাকদ্বীপের  যুবকের । বাড়ি থেকে পালিয়ে এসে বিয়ে। নিজেদের মেয়েকে উদ্ধার করতে প্রেমিক শুভঙ্কর মন্ডলের মামার বাড়ি কুলপিতে চড়াও হন গৃহবধূর পরিবার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কুলপি: প্রেমের টানে বীরভূম থেকে কাকদ্বীপে গৃহবধূ, গৃহবধূকে উদ্ধার করতে কুলপিতে প্রেমিকের মামার বাড়িতে চড়াও গৃহবধূর বাপের বাড়ির লোকজন, আহত প্রেমিকের অন্তঃসত্ত্বা বোন, গ্রেফতার ১৯। বীরভূমের পান্ডুয়ার গৃহবধূর সঙ্গে ফোনে আলাপ কাকদ্বীপের যুবকের। পরে বাড়ি থেকে পালিয়ে যুবকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ওই গৃহবধূ। খবর পেয়ে গৃহবধূর স্বামী ও বাপের বাড়ির লোকজন চড়াও হন যুবকের মামার বাড়িতে। ঘটনায় উভয় পক্ষের মোট ১৯ জনকে গ্রেফতার করে কুলপি থানার পুলিশ।
'পরকীয়া' ঘিরে তোলপাড় কুলপি! গ্রেফতার ১৯
'পরকীয়া' ঘিরে তোলপাড় কুলপি! গ্রেফতার ১৯
advertisement

আরও পড়ুন: 'দুর্নীতির দায় নেবে না দল...', কুন্তল শান্তনুকে বহিস্কার তৃণমূলের! সাংবাদিক বৈঠকে বড় 'দাবি' শশী-ব্রাত্যর

জানা যায়, পাণ্ডবেশ্বরের বাসিন্দা সুজাতা রায়ের সঙ্গে ফোনে আলাপ হয় কাকদ্বীপের যুবক শুভঙ্কর মণ্ডলের। এরপরে তাদের সম্পর্ক গড়ায় প্রেমে যার জেরে গত দেড় মাস আগে গৃহবধূ সুজাতা রায় পাণ্ডবেশ্বর থেকে পালিয়ে এসে শুভঙ্করের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিপত্তি ঘটে এরপর, সুজাতা রায়ের বাপের বাড়ির ও শ্বশুরবাড়ির লোকজন তাঁর খোঁজ করে জানতে পারেন সুজাতা রায় কুলপি থানার নিশ্চিন্তপুরের অশ্বত্থতলায় শুভঙ্কর মণ্ডলের মামার বাড়িতে রয়েছে।

advertisement

আরও পড়ুন: 'স্যার হয় আমাকে ছেড়ে দিন, না হয়..." বিচারকের সামনে হাত জোড় করে বিস্ফোরক মানিক!

View More

খবর পেয়ে অশ্বত্থতলায় শুভঙ্করের মামার বাড়িতে গিয়ে চড়াও হয় গৃহবধূর বাপের বাড়ি শ্বশুর বাড়ির লোকজন । শুভঙ্কর মণ্ডলের পরিবারের লোকজনের অভিযোগ, সুজাতা রায়ের বাপের বাড়ি ও শ্বশুরবাড়ির লোকজন শুভঙ্করের মামার বাড়ির ঘরের দরজা ভেঙে মেয়েকে নিয়ে যাওয়ার জন্য বাড়ির ভেতর ঢুকে বাড়ির বৃদ্ধ মহিলা সহ ছেলের বাবা মা এবং বোনকে মারধর করে, এবং লাথি মেরে ফেলে দেওয়া হয়। এরই জেরে শুভঙ্করের অন্তঃসত্ত্বা বোন অসুস্থ হয়ে পড়েন।

advertisement

আরও পড়ুন: 'দুর্নীতির দায় নেবে না দল...', কুন্তল শান্তনুকে বহিস্কার তৃণমূলের! সাংবাদিক বৈঠকে বড় 'দাবি' শশী-ব্রাত্যর

ঘটনার পরে গ্রামের মানুষজন শুভঙ্করের অসুস্থ অন্তঃসত্ত্বা বোনকে উদ্ধার করে কুলপির বেলপুকুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যায়। অন্যদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান কুলপি থানার পুলিশ। পাশাপাশি ঘটনায় যুবক শুভঙ্কর মণ্ডল-সহ মোট ১৯ জনকে গ্রেফতার করে কুল্পি থানার পুলিশ। ধৃতদের আজ ডায়মন্ড হারবার এ সি জে এম আদালতে পেশ করা হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা নেই হোটেলের রুম! কেন সবাই ভিড় জমাচ্ছেন বক্সা এবং জলদাপাড়ার জঙ্গলে?
আরও দেখুন

আনিশ উদ্দিন মোল্লা

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral || Extra Marital Affair: প্রেমের টানে বীরভূম থেকে কাকদ্বীপে গৃহবধূ! 'পরকীয়া' ঘিরে তোলপাড় কুলপি! গ্রেফতার ১৯
Open in App
হোম
খবর
ফটো
লোকাল