আরও পড়ুন- ভয়াবহ কোভিড-১৯ প্রাদুর্ভাব উত্তর কোরিয়ায়! ৩ দিনে আক্রান্ত ৮২০৬২০, মৃত ৪২!
মাথা খারাপ করা ওই ভিডিওতে, মাথাবিহীন এবং চামড়াবিহীন ব্যাঙটিকে খাবারের প্লেটে অন্যান্য খাবারের সঙ্গে দেখা যাচ্ছে। কিন্তু, জুম করার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে ব্যাঙটি পা নাড়াচ্ছে। দ্রুত হাত পা ঝাঁকাতে ঝাঁকাতে প্লেট থেকে বেরিয়ে আসতে সক্ষম হয় সেই মুণ্ডুহীন ব্যাঙ। ম্যারিনেট করা ব্যাঙটি তখন টেবিলে নেমে পা নাড়াতে থাকে।
advertisement
চিনের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এই ভিডিও। অনেকেই বিরক্ত হয়ে মাংস ছেড়ে দিয়ে নিরামিষাশী হওয়ার কথাও ভেবেছিলেন। একজন সোশ্যাল ব্যবহারকারী রসিকতা করে বলেন, “যাক! এই রেস্তোরাঁটি ‘তাজা খাবার’ই পরিবেশন করে”।
আরও পড়ুন- বছরের প্রথম চন্দ্রগ্রহণ সোমবার! জেনে নিন কখন, কোথা থেকে দেখা যাবে এই ব্লাড মুন!
অন্য একজন আবার জীবিত-মৃত ব্যাঙটিকে ‘জম্বি ব্যাঙ’ হিসাবেও উল্লেখ করেছেন এবং এমন কিছু আর খাবেন না বলে প্রতিজ্ঞাও করেছেন। অন্য একজন আবার ব্যাঙের পালানোর ব্যর্থ প্রচেষ্টা দেখে অনুপ্রাণিত হয়েছেন এবং জানিয়েছেন ভিডিওটির মাধ্যমে ব্যাঙের যন্ত্রণা অনুভব করতে পারছেন তিনি। এই প্রথমবার যে খাবারের প্লেট থেকে খাবার জ্যান্ত হয়ে লাফিয়ে উঠেছে এমন না। এর আগে, একটি চাইনিজ রেস্তোরাঁয় একটি বাটি থেকে মাছ লাফিয়ে উঠেছিল।