এক্ষেত্রে জ্ঞানের থেকেও বেশি প্রয়োজন পরে বুদ্ধির। সেরকমই কিছু বিভ্রান্তিকর এবং অবাক করার মতো আর সেই সঙ্গে কিছু সাধারণ জ্ঞানের প্রশ্নও তুলে ধরছি আমরা, দেখুন তো উত্তর দিতে পারেন কিনা।
১)ফেবিকল যে বোতলে ভরা থাকে তার সাথে লেগে যায় না কেন?
advertisement
উত্তর:- আসলে ফেভিকল বাতাসের সংস্পর্শে এলেই আটকে যায়।
২)বছরের কোন মাসে ২৮ তারিখ থাকে?
উত্তর:- আসলে বছরের প্রতিটি মাসেই ২৮ তারিখ থাকে, কিন্তু বিভ্রান্ত হয়ে সবাই ফেব্রুয়ারি বলেন।
৩)সাদা বিষ কাকে বলে?
উত্তর:- চিনি ।
৪)কোন দেশে নীল জিন্স পরা উপর নিষেধাজ্ঞা আছে?
উত্তর:- উত্তর কোরিয়ায় জিন্স নিষিদ্ধ।
৫)বিশ্বের কোন দেশে কৃষিকাজ হয় না?
উত্তর :- সিঙ্গাপুর এমন একটি দেশ যেখানে কোনও চাষবাস হয়না।
৬) প্রশ্ন: বলুন তো ভারতের কোন রাজ্যকে ‘সমুদ্রের দান’ বলা হয়?
উত্তর:- কেরালা।
৭) প্রশ্ন: পশ্চিমবঙ্গ রাজ্য কত সালে প্রতিষ্ঠিত হয় জানেন?
উত্তর: ১৯৪৭ সাল, দেশ ভাগের সময়।
৮) প্রশ্ন: আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের সবচেয়ে ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কোনটি?
উত্তর:- ভুটান।
৯) প্রশ্ন: কী না থাকলে মেয়েদের বিয়ে হয় না?
উত্তর:- মেয়েদের বিয়ে করবার ইচ্ছা না থাকলে মেয়েদের বিয়ে হয় না। (আসলে প্রার্থীকে বিভ্রান্ত করার জন্যই এমন প্রশ্ন)
১০)এমন কোন প্রশ্ন যার উত্তর প্রতিনিয়ত পরিবর্তিত হয়?
উত্তর:- সময় কত?
১১)এমন কি জিনিস যা যত কমায় তত বাড়ে?
উত্তর:- আয়ুকাল।
১৫) ইংরেজির কোন অক্ষর ও সংখ্যা ছাড়া মানুষ বাঁচতে পারবে না?
উত্তর :- O, অর্থাৎ অক্সিজেন।