TRENDING:

ট্রেনে যেতে যেতে হারিয়েছিলেন আইফোন! ইউটিউবার কনিকার সঙ্গে কী হল ৭২ ঘণ্টা পর? জানলে অবাক হবেন!

Last Updated:

Indian Railways: ইউটিউবার এবং ব্লগার কনিকা দেভানি তাঁর সফরের সময় হারিয়ে ফেলেছিলেন তাঁর মূল্যবান আইফোন। ২৮ জুন বারসোই ও নিউ জলপাইগুড়ি (এনজেপি) স্টেশনের মধ্যবর্তী রেলপথে আইফোনটি হারিয়ে যায়। তার পর?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
একজন যাত্রীর জন্য একটি ফোন শুধুমাত্র যন্ত্র নয়—স্মৃতি, কাজ, যোগাযোগ এবং জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলির সংরক্ষণ। বিশেষ করে যখন সেই যাত্রী একজন ইউটিউবার ও ভ্লগার হন, তখন একটি ফোন হারানো মানে শুধু প্রযুক্তি নয়, পেশাগত দিক থেকেও বড়সড় ধাক্কা। তবে, এবার এইরকমই এক ঘটনায় চমকপ্রদ উদ্ধার করল রেল পুলিশ।
৭২ ঘণ্টার মধ্যে হারানো আইফোন ফিরে পেলেন ইউটিউবার কনিকা! রেল পুলিশের তৎপরতায় দারুণ প্রশংসা সোশ্যাল মিডিয়ায়
৭২ ঘণ্টার মধ্যে হারানো আইফোন ফিরে পেলেন ইউটিউবার কনিকা! রেল পুলিশের তৎপরতায় দারুণ প্রশংসা সোশ্যাল মিডিয়ায়
advertisement

উত্তরাখণ্ডের জনপ্রিয় ইউটিউবার এবং ব্লগার কনিকা দেভানি তাঁর সফরের সময় হারিয়ে ফেলেছিলেন তাঁর মূল্যবান আইফোন। ২৮ জুন বারসোই ও নিউ জলপাইগুড়ি (এনজেপি) স্টেশনের মধ্যবর্তী রেলপথে আইফোনটি হারিয়ে যায়। হতাশায় ভেঙে না পড়ে, তিনি সঙ্গে সঙ্গেই এনজেপি স্টেশনের রেল পুলিশের (RPF) কাছে অভিযোগ দায়ের করেন।

মাছ নয় ‘মহৌষধ’! বাজারে থরে থরে সাজানো… খেলেই কমে সুগার, কোলেস্টেরল, হৃদরোগের ঝুঁকি নেই!

advertisement

সবে উড়তে যাবে বেঙ্গালুরুগামী বিমান, ছড়িয়ে পড়ল এমন এক তীব্র গন্ধ…! সিট ছেড়ে উঠে পড়লেন সবাই

এরপরেই তদন্তে নামে রেল পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ। তৎপরতার সঙ্গে প্রযুক্তির সাহায্যে ট্র্যাক করা হয় ফোনের অবস্থান। অবশেষে মাত্র ৭২ ঘণ্টার মাথায় পশ্চিমবঙ্গের মালদার কালিয়াচক এলাকা থেকে উদ্ধার করা হয় হারানো আইফোনটি।

advertisement

৭২ ঘণ্টার মধ্যে হারানো আইফোন ফিরে পেলেন ইউটিউবার কনিকা! রেল পুলিশের তৎপরতায় দারুণ প্রশংসা সোশ্যাল মিডিয়ায়

আজ, ১ জুলাই, গুয়াহাটিতে কনিকার হাতে ফের তুলে দেওয়া হয় তাঁর ফোন।
নিজের এক্স-হ্যান্ডেলে সেই মুহূর্তের ছবি ও অভিজ্ঞতা শেয়ার করে কনিকা দেভানি লিখেছেন, “আমি সত্যিই কৃতজ্ঞ। ভারতীয় রেল পুলিশ যে তত্‌পরতা এবং নিষ্ঠার সঙ্গে আমার ফোনটি উদ্ধার করল, তা এক কথায় অসাধারণ। আপনাদের জন্যই আমার ভ্রমণ আবার সম্পূর্ণ হয়ে উঠল।”

advertisement

এই ঘটনায় ভারতীয় রেল পুলিশের পেশাদারিত্ব এবং দায়িত্ববোধ ফের একবার প্রশংসা কুড়িয়েছে। সোশ্যাল মিডিয়ায় বহু নেটিজেন রেল পুলিশের ভূমিকার প্রশংসা করছেন।

রেলপথে ভ্রমণের সময় মূল্যবান জিনিসপত্র খোয়া যাওয়ার ঘটনা খুব সাধারণ হলেও, এমন দ্রুত ও সফল পুনরুদ্ধার সত্যিই বিরল। এই কাহিনি প্রমাণ করে দিল, প্রযুক্তির সঙ্গে মানবিক উদ্যোগ মিলে গেলে যেকোনও সমস্যার সমাধান সম্ভব।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
ট্রেনে যেতে যেতে হারিয়েছিলেন আইফোন! ইউটিউবার কনিকার সঙ্গে কী হল ৭২ ঘণ্টা পর? জানলে অবাক হবেন!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল