সবে উড়তে যাবে বেঙ্গালুরুগামী বিমান, ছড়িয়ে পড়ল এমন এক তীব্র গন্ধ...! সিট ছেড়ে উঠে পড়লেন সবাই
- Published by:Tias Banerjee
Last Updated:
Flight: বিমানবন্দরে বেঙ্গালুরুগামী ইনডিগো ফ্লাইটে রহস্যজনক গন্ধ ছড়িয়ে পড়তেই ছড়ায় আতঙ্ক। যা ঘিরে উঠেছে একাধিক প্রশ্ন—এই গন্ধ কেবল প্রযুক্তিগত বিভ্রাট, না কি এর পিছনে লুকিয়ে রয়েছে অন্য কোনও ষড়যন্ত্র?
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
তদন্তের পর নিশ্চিত হওয়া যায় যে, বিমানটি সেই মুহূর্তে উড়ানের উপযুক্ত নয়, তাই যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে ফ্লাইটটি বাতিল করে ইনডিগো। সম্প্রতি আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার এক বিমান দুর্ঘটনার পরে, বিমান সংস্থাগুলি এবং কর্তৃপক্ষ ফ্লাইট ফিটনেস নিয়ে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করছে, আর সেই প্রেক্ষিতেই এই দ্রুত পদক্ষেপ। (Photo: AI Generated Representative Image)
advertisement