TRENDING:

একমাত্র এই ভাবেই রক্ষা পেতে পারেন শনির রোষানল থেকে

Last Updated:

জীবনের চলার পথে প্রতিটি পদক্ষেপে আসে বাধা-বিপত্তি ৷ হওয়া কাজ হয়না, বা কাজটি হলেও সহজে সম্পন্ন হয়না ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: জীবনের চলার পথে প্রতিটি পদক্ষেপে আসে বাধা-বিপত্তি ৷ হওয়া কাজ হয়না, বা কাজটি হলেও সহজে সম্পন্ন হয়না ৷ এছাড়াও সম্পর্কের টানাপোড়েন, দুর্ঘটনা, রক্তপাত, মানসিক চাপ, বিবাহ বিচ্ছেদ, বিবাহে জটিলতা ছাড়াও একাধিক বিষয় জীবনের গতিপথকে ৷
advertisement

প্রতিটি মানুষের জীবন সব সময়েই একই রকমের কাটেনা ৷ ভাল-মন্দ নিয়েই জীবন ৷ প্রতিকূল পরিস্থিতিতে কীভাবে মাথা গরম না করে বা হতাশ না হয়ে শক্ত হাতে হাল ধরা যেতে পারে ৷

জীবনে বিভিন্ন সময়ে গ্রহের অবস্থানের তারমত্যে তারতম্য দেখা যায় জীবনের ওঠা-পড়ায় ৷ শনির প্রভাবে আপনার অনেক সময়েই হওয়া কাজ হয়না, বাধা বিপত্তি সমস্ত কাজকে কঠিন করে তোলে ফলে জটিল থেকে জটিলতম হয়ে ওঠে জীবন ৷

advertisement

শনির প্রকোপ থেকে কীভাবে বাঁচতে পারেন আপনি ? জীবনের কোনও না কোনও সময়ে ঢাইয়া বা সাড়ে সাতির প্রকোপে পড়তে হয় সবাইকেই ৷

এক এবং একমাত্র বজরংবলি বা হনুমানের কৃপায় কাটতে পারে শনির দশা ৷ প্রতিদিন নিয়ম করে বজরংবলির নাম জপ করুন, সঙ্গে পড়ুন হনুমান চল্লিশাও ৷ তাহলেই জীবন থেকে সরতে পারে সঙ্কটের মেঘ ৷

advertisement

প্রতিদিন না হলেও প্রতি মঙ্গলবার হনুমান চল্লিশা পড়ুন, সঙ্গে বজরঙ্গ বাণ, পাঠ করুন স্ত্রোত্রও ৷ মেটে সিঁদুর পুজোতে ব্যবহার করতে পারেন বিশেষ ফল পেতে পারেন ৷ বজরঙ্গবলির পুজোতে মেটে সিঁদুর লাগে ৷ তিনি খুব ভালবাসেন মেটে সিঁদুর ৷

পুরাণ অনুসারে মহাদেবের অবতার হনুমানজি তাই শিবের পুজো করলেও উপকার পেতে পারেন আপনি ৷ সোমবারে শিবের উপোসও কাজে আসবে বিশেষ ভাবে ৷ হনুমানজির সঙ্গে শিবের পুজো করলে সব থেকে উপকৃত হবেন আপনি ৷

advertisement

প্রতি মঙ্গলবার, শনিবার লাড্ডু ও কলা দিয়ে বজরংবলিকে পুজো দিন ৷ সঙ্গে লাল কাপড়ের উপরে বজরঙ্গবলির ছবি বা মূর্তি রাখুন ৷ খুব ভাল হয় যদি এই দুই দিন নিরামিষ খেতে পারেন ৷

সেরা ভিডিও

আরও দেখুন
দূর দূরান্ত থেকে মানুষ আসে শুধু সূর্যাস্ত দেখতে, বাংলার এই 'অনামী' স্পট এখন 'হটফেভারিট'!
আরও দেখুন

ঢাইয়া বা সাড়ে সাতি চলার সময়ে নীল রঙের পোশাক পড়া উচিত নয় ৷ নীল রঙ শনিদেবেকে প্রভাবিত প্রতিদিন স্নানের পরে নমোঃ সিদ্ধিদাতা গণেশায় নমঃ, নমোঃ ভাগবতে বাসুদেবায় নমোঃ, নমোঃ রাম-সীতায় নমোঃ, জয় হনুমানজির জয় ৷ এই মন্ত্রগুলি পাঠ করলে বিশেষ উপকার হতে পারে আপনার ৷ মনে বিশ্বাস রেখে মেনে চলুন, উপকার পাবেনই পাবেন ৷

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
একমাত্র এই ভাবেই রক্ষা পেতে পারেন শনির রোষানল থেকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল