সংবাদমাধ্যমে প্রকাশিত সূত্র অনুযায়ী, শুক্রবার রাতে মদ্যপান করেছিলেন নবীন৷ তার পর বাজার থেকে মাংস কিনে এনে তিনি স্ত্রীকে রান্না করতে বলেন৷ এদিকে স্বামীকে মদ্যপ অবস্থায় দেখে স্ত্রী রেগে যান৷ তিনি মাংস রান্না করতে অস্বীকার করেন৷ স্ত্রী মাংস রান্না না করায় মেজাজ হারান নবীন৷ তিনি ১০০-তে ফোন করে যান৷ পুলিশের সময় নষ্ট করার জন্য তাঁকে গ্রেফতার করা হয়৷
advertisement
আরও পড়ুন : রণভূমি ইউক্রেন ছেড়ে পড়শি দেশে একাই পাড়ি দিয়ে নজর কাড়া সেই বালকের পরিণতি কী হল?
এই ধরণের বিভ্রাটমূলক ফোন বা প্র্যাঙ্ক কল বিভিন্ন ক্ষেত্রেই হয়ে থাকে৷ ফেব্রুয়ারি মাসে এরকমই একটি কল রেকর্ডিং আপলোড করা হয়েছিল সামাজিক মাধ্যমে৷ সেখানে এক টেলিকলার ফোনে বিভিন্ন ধরনের ঋণ সম্বন্ধে বোঝাচ্ছিলেন ক্রেতাকে৷
আরও পড়ুন : যৌন সম্পর্কে অনীহা? যৌন ক্ষমতা বৃদ্ধি করতে ডায়েটে রাখুন এই খাবারগুলি
আরও পড়ুন : চৈত্রের তপ্ত দুপুরে খান কাঁচা আম, সুস্থ থাকুন বছরভর
তাঁর সব কথা শুনে সেই ক্রেতা সঙ্গে সঙ্গে জানান যে, তিনি আস্ত একটি ট্রেন কিনতে চান! সঙ্গে আরও জানান তিনি শিঙাড়া বিক্রি করে সংসার চালান৷ দিনে উপার্জন করেন দেড় হাজার টাকা৷ এদিকে ট্রেনের দাম ৩ হাজার কোটি টাকা! শেষে তিনি বলেন তাঁর কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্টই নেই কিন্তু ট্রেন কেনার জন্য তাঁর ঋণ প্রয়োজন৷